Advertisement
Advertisement

Breaking News

Iman Chakraborty

মাঝরাতে দক্ষিণ কলকাতার রাস্তায় হেনস্তার শিকার ইমন, ফেসবুক লাইভে গর্জে উঠলেন গায়িকা

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Iman Chakraborty facess harasment on Kolkata Street | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 3, 2023 10:43 am
  • Updated:March 3, 2023 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য়ে হেনস্তার শিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার রাস্তায় হেনস্তার শিকার হন তিনি।  থানায় অভিযোগও করেছেন ইমন। ফেসবুকে এসে গোটা ঘটনার কথাও জানিয়েছেন সঙ্গীতশিল্পী।

তা ঠিক কী ঘটেছিল?

Advertisement

স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে ব্য়াডমিন্টন খেলতে গিয়েছিলেন ইমন। খেলাশেষে বাড়িতে ফেরার আগে এক ফলের দোকানে যান। ইমনের অভিযোগ, সেখানেই এক ব্যক্তি বিভিন্ন ফলের নাম করে গায়িকার উদ্দেশে কটূক্তি করতে থাকেন এক ব্যক্তি এবং অশালীন ইঙ্গিতও করেন। একথা ফেসবুক লাইভে এসেও অনুরাগীদের জানিয়েছেন ইমন। তবে চুপ করে থাকেননি সঙ্গীতশিল্পী। সোজা পুলিশেও অভিযোগ করেন ইমন।

[আরও পড়ুন: বিভ্রান্তিকর ভিডিও আপলোড! শেয়ার বাজারে নিষিদ্ধ সস্ত্রীক অভিনেতা আরশাদ ওয়ারসি]

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন সঙ্গীতশিল্পী। সঙ্গে ফেসবুক লাইভে এসে এধরনের ঘটনার তীব্র প্রতিবাদ করার কথাও জানান ইমন।

তবে এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও এক অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মানালি দে। এক ট্য়াক্সি চালকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।

[আরও পড়ুন: ট্রোলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সায়ন্তিকার, পাশে দাঁড়ালেন মিমি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement