সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই কেরিয়ার শুরু অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের। তারপর পরিচালক অনুরাগ বসুর হাত ধরে বরফি ছবি দিয়েই বলিউডে পা রাখেন ইলিয়ানা। আর এবার সেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নিষিদ্ধ হলেন তিনি! হ্যাঁ, এমনই খবর ছড়িয়ে পড়েছে গোটা তামিল ইন্ডাস্ট্রিতে।
হঠাৎ নিষিদ্ধ হলেন কেন ইলিয়ানা?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পারিশ্রমিক নেওয়ার পরও এক তামিল ছবির শুটিংয়ে হাজির হননি ইলিয়ানা। বার বার যোগাযোগ করা হলেও ইলিয়ানা পাত্তা দেননি পুরো বিষয়টা। ইলিয়ানার এমন অপেশাদারের মতো কাজকে নিন্দা করে তামিল ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হলেন অভিনেত্রী। এ খবর গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়লেও, ইলিয়ানার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা। শরীরের জলের পরিমাণ কমে যায় অভিনেত্রীর। যার ফলে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। অবশ্য তিনি স্থিতিশীল রয়েছেন। সেই কারণেই এমনটা করেছেন কিনা ইলিয়ানা, তা জানার চেষ্টা করছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.