Advertisement
Advertisement

Breaking News

Shahid Kapoor

গোয়া চলচ্চিত্র উৎসবে আচমকা ছন্দপতন, নাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন শাহিদ কাপুর

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

IFFI 2023: Shahid Kapoor fell on the stage during his performance | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 22, 2023 9:13 am
  • Updated:November 22, 2023 9:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৫ বছর বয়স থেকে শ্যামক দাবরের গ্রুপে নাচ করছেন। তাঁর সঙ্গে ছন্দ মেলাতে পারা সহজ নয়, তারকাদের পাশাপাশি কোরিওগ্রাফাররাও একথা মানেন। সেই শাহিদ কাপুর (Shahid Kapoor) গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নাচতে গিয়ে পড়ে গেলেন! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

Shahid-Kapoor-1

Advertisement

গত সোমবার থেকে গোয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব (IFFI 2023)। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ইতিমধ্যেই উৎসবে দেখা গিয়েছে সলমন খান, বিজয় সেতুপতি, মাধুরী দীক্ষিতের মতো তারকাকে। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানও গিয়েছে। শাহিদ গিয়েছিলেন পারফর্ম করতে। লেদারের পোশাক ও কালো সানগ্লাস পরে নাচছিলেন তারকা। আচমকা ছন্দপতন।

[আরও পড়ুন: ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফেরাল ‘দ্য রেলওয়ে মেন’, সিরিজের সম্পদ অভিনয়]

নাচতে নাচতে স্টেজের সামনের দিকে চলে এসেছিলেন শাহিদ। আচমকা তাঁর ডান পা সামনের ফাঁকা জায়গায় ঢুকে যায়। হাত দিয়ে কোনওমতে ভারসাম্য রক্ষা করেন অভিনেতা। এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গিয়েছিলেন। কিন্তু পেশাদার নৃত্যশিল্পী ছিলেন তিনি। চোখের পলক পড়তে না পড়তেই সামলে ফেলেন নিজেকে। উঠে আবার নাচতে শুরু করেন।

নাচ শেষ হওয়ার পর হাসিমুখে মঞ্চে ছিলেন শাহিদ। তাঁর এই পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, নতুন লুকে গোয়ার IFFI-তে দেখা গিয়েছে শাহিদকে। ছোট করে চুল ছেঁটে ফেলেছেন অভিনেতা। কেন এই লুক? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহিদ জানান, তাঁর এই লুক আগামী ছবি ‘দেবা’র জন্য। ২০২৪ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

[আরও পড়ুন: সুশান্তের নাম ব্যবহার করে ‘বিগ বস’ জিততে চাইছেন? প্রশ্নের মুখে অঙ্কিতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement