সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পাননি? কেউ বা আবার বাড়িতে বসেই দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন। এদিকে শহরের একাংশ টিকিট পেয়েই শাপ-শাপান্তের মুখোমুখি হচ্ছেন! এবার ইডেনে ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ দেখতে গিয়ে কটাক্ষের শিকার হলেন টলিপাড়ার তারকারা।
রবিবার, ছুটির দিনে শহর কলকাতা বেজায় ব্যস্ত। কারণ, ইডেনে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ চলছে। এদিন খেলা দেখতে হাজির হন যশ দাশগুপ্ত, নুসরত জাহানের পাশাপাশি টেলিপাড়ার জনপ্রিয় তারকাদম্পতি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যও। যেখানে সাধারণ মানুষকে মোটা টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে কিংবা অনেকে দ্বিগুণ দাম দিয়েও টিকিট পকেটস্থ করতে পারেননি, সেখানে বিশ্বকাপ ম্যাচ দেখতে ঢুকে সেলিফি-ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নীল-তৃণা। যদিও তাঁরা সংশ্লিষ্ট চ্যানেলের তরফ থেকেই অ্যাক্রিডিশন কার্ড পেয়েছেন তাঁরা। আর সেই ছবি দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছে নেটপাড়া। অতঃপর ছেড়েও কথা বললেন না!
কারও মন্তব্য, ‘সাধারণ মানুষ টিকিটের জন্য করছে আর এনারা মাঠে ঢুকে ছবি দিচ্ছে। এই তো অবস্থা।’ কারও মন্তব্য, ‘টিকিট তো বড়লোকদের জন্য।’ তারকাদম্পতির সোশাল মিডিয়ায় ভরে গিয়েছে কটুক্তি। এদিন নীল-তৃণার পাশাপাশি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন টলিউডের চর্চিত দম্পতি যশ-নুসরতও। নীল জার্সি পরেও দেখা যায় তাঁদের। উপস্থিত ছিলেন অভিনেতা দেবও। প্রসঙ্গত, ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচের আগে টিকিটের দাম নিয়ে কম বিতর্ক হয়নি! রাজ্যের বিরোধী দলের বিধায়করা বিঁধছে শাসকদল এবং সিএবিকে (CAB)। শাসকদল আবার বিঁধছে জয় শাহ (Jay Shah) নিয়ন্ত্রিত বিসিসিআইকে। রাজনৈতিক তরজার মাঝেই ম্যাচ দেখতে গিয়েছেন রাজ্যপালও।
View this post on Instagram
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পেতে মাথা খুঁড়তে হয়েছে শহরবাসীকে। তার পরও মেলেনি মহার্ঘ্য প্রবেশপত্র। যার অনিবার্য ফলশ্রুতি বিক্ষোভ, হাহাকার, ক্ষোভ এবং অবশ্যই সিএবি ও বোর্ড কর্তাদের মুণ্ডপাত! টিকিট বণ্টন নিয়ে এই বিতর্কে পুরোদস্তুর ঢুকে গিয়েছে রাজনীতিও। এসবের মধ্যে এবার ঢুকে গেলেন রাজ্যপালও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.