Advertisement
Advertisement

Breaking News

Virat Anushka

ICC World Cup 2023: ‘নিজের জন্মদিনে নিজেকে সেরা উপহার তোমার’, সেঞ্চুরি করতেই ‘বিরাট-বার্তা’ অনুষ্কার

কী লিখলেন অভিনেত্রী?

ICC World Cup 2023: Anushka Sharma wishes Virat Kohli after made 49th ODI century | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 5, 2023 6:24 pm
  • Updated:November 5, 2023 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ নভেম্বর কিং কোহলির জন্মদিন। আর ৩৫-এ পা রেখেই ক্রিকেটের নন্দনকানন ইডেনের ময়দানে জীবনের ৪৯তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। প্রিয় ‘চিকু’কে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন স্ত্রী অনুষ্কা শর্মাও।

বিরাটের শতরানের ক্যামেরাবন্দি দৃশ্য ইনস্টা স্টোরিতে পোস্ট করে অভিনেত্রীর মন্তব্য, ‘নিজের জন্মদিনেই নিজেকে সেরা উপহার দিলে।’ প্রসঙ্গত, এদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচেই শতরান করে শচীন তেণ্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। যার জন্য ‘ক্রিকেটের ঈশ্বর’ নিজে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিরাট যে চলতি বিশ্বকাপেই (ICC ODI World Cup 2023) তাঁর ‘আইকন’-কে ‘গড অফ ক্রিকেট’-কে ছুঁয়ে ফেলবেন, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল তার পারফরমেন্স দেখে। বিরাটের এই নতুন মাইলস্টোন গড়ার মুহূর্তের সাক্ষী থাকল ইডেন। গ্যালারিতে তখন বিরাট-বিরাট উল্লাস, চিৎকার…। কিন্তু কোহলি যেন খানিকটা নিশ্চুপ! তাঁর ফোকাস খেলায়। আর স্বামীর এমন সাফল্যেই আবেগঘন অনুষ্কা শর্মা।

Advertisement

[আরও পড়ুন: ‘হাহাকারের ইডেনে টিকিট নিয়ে মোচ্ছব!’, ম্যাচ দেখতে গিয়ে আক্রমণের মুখে যশ-নুসরত, নীল-তৃণা]

প্রসঙ্গত, ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। জন্মদিনে ঘরনি অনুষ্কা স্পেশাল (Anushka Sharma) কিছু তো করবেন! সেই ঝলক চোখে পড়ল অভিনেত্রীর ইনস্টাগ্রামে। স্বামীর জন্মদিনে তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। যার প্রথমেই বিরাটের একটি বিরল রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে। কী সেই রেকর্ড? বিরাট একমাত্র ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে কোনও বল না করেই উইকেট নিয়েছিলেন। ২০১১ সালে ঘটেছিল এই ঘটনা। তাঁর প্রথম বল ওয়াইড হয়েছিল। কিন্তু সেই বলেই কেভিন পিটারসনকে স্টাম্প আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

বাকি দুই ছবির একটিতে রসিকতা করে বিরাটের অদ্ভুত মুখের ছবি দিয়েছেন অভিনেত্রী। শেষের ছবিতে রয়েছে প্রেমের মুহূর্ত। ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, “ও সত্যিই জীবনের প্রত্যেকটা ভূমিকায় আলাদা! কিন্তু কোনও না কোনও ভাবে নিজের গর্বের মুকুটে নতুন পালক যোগ করে যেতে থাকে। এই জীবন আর তার পর, শেষের পরেও তোমাকেই ভালোবাসি। প্রত্যেক মুহূর্তে, সমস্ত কিছু দিয়ে।” এবার শতরান ছোঁয়ার পরও তার অন্যথা হল না। সোশাল মিডিয়াতেই ভালোবাসা জানালেন অনুষ্কা শর্মা।

[আরও পড়ুন: সাপের বিষ নিয়ে পার্টি করেও ‘বড় গলা’! BJP সাংসদ মানেকার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি এলভিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement