Advertisement
Advertisement

Breaking News

Ibrahim Ali Khan

পলক তিওয়ারির সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সইফপুত্র ইব্রাহিম, প্রেমে সিলমোহর?

এর আগেও ভাইরাল হয়েছিল ইব্রাহিম ও পলকের একটি ভিডিও।

Ibrahim Ali Khan, Palak Tiwari's Maldives pics convince fans they are dating
Published by: Akash Misra
  • Posted:November 16, 2024 9:18 am
  • Updated:November 16, 2024 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই গুঞ্জনপাড়ার নজর সইফপুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারি কন্য়া পলকের দিকে। মুম্বইয়ের এদিক-ওদিক তো এরা ঘুরেই বেড়াচ্ছিলেন। পাপারাজ্জিদের ক্য়ামেরা সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা চাউনি! প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত্তর ‘উই আর জাস্ট ফ্রেন্ড’। তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক। সোশাল মিডিয়াতেই প্রকাশ পেল তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে, প্রকাশ্য়ে নিয়ে আসলেন তাঁদের প্রেম! তাহলে কী ঢ্য়াঁড়া পিটিয়ে ইব্রাহিম ও পলক বলেই দিলেন, প্রেমে আছি!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ibrahim Ali Khan (@iakpataudi)

Advertisement

এর আগেও ভাইরাল হয়েছিল ইব্রাহিম ও পলক একটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির ভিতর বসে রয়েছেন সইফ ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই, হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক। তখন থেকেই বোঝা গিয়েছিল, ডাল মে কুছ কালা হ্যায়… তবে মালদ্বীপের ছবি দেখে মনে হল, এই ডালে একেবারে প্রেমের তরকা!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

সলমন খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। অন্যদিকে,ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। অন্যদিকে, কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement