Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

‘আলিয়া ভাট আমার প্রথম সন্তান’, নেপোটিজম নিয়ে মুখ খুললেন করণ জোহর

আর কী বললেন করণ?

I will not apologize for anything and Alia Bhatt is like my First Child| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 20, 2023 12:48 pm
  • Updated:September 20, 2023 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে নেপোটিজম বিতর্কে কথা উঠলে করণ জোহরের নাম আসবেই আসবে। তবে এ বিতর্কে সরাসরি মুখ না খুললেও, করণ কিন্তু আদপ-কায়দায় বুঝিয়ে দেন, এসবকে তিনি মোটেই পাত্তা দেন। আর এবার প্রকাশ্য়ে জানিয়ে দিলেন নেপোটিজমেই আটকে থাকতে চান তিনি। আর এ ব্যাপারে আলিয়াই তাঁর প্রথম পছন্দ।

[আরও পড়ুন: বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং! সেজে উঠছে রাঘব-পরিণীতির বাড়ি, বিয়ের প্রস্তুতি তুঙ্গে ]

সম্প্রতি এক সংবাদমাধ্যমে করণ জোহর জানান, ”আলিয়া এবং আমাকে টেনে অনেক সময়ই নানা মন্তব্য শুনতে পাই। কিন্তু লোকে যাই বলুক, আমার ওসবে কিছু যায় আসে না। আমি নেপোটিজমে বিশ্বাসি। আর আমি আমার পছন্দের মানুষদেরই কাস্ট করব। আর এ ব্যাপারে আলিয়া আমার প্রথম সন্তানের মতো। বাবার মতো আমি প্রত্যেকটা বিষয়ে আলিয়ার পাশে রয়েছি।”

Advertisement

প্রসঙ্গত, স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) ও মেয়ে রাহাকে সঙ্গে নিয়েই নিউ ইয়র্কে গিয়েছেন আলিয়া। কাজ থেকে বিরতি নিয়েছেন দুই তারকা। নিশ্চিন্তেই কয়েকটা দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই টেনিস দেখতে গিয়েছেন। সোশাল মিডিয়ায় রণবীর নেই। রয়েছেন আলিয়া। নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকেই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। আলিয়ার সেই ছবি ভিডিও দেখে আদর পাঠিয়েছেন আলিয়ার ‘ইন্ডাস্ট্রির বাবা’ করণ।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার পাকা! ‘পালান’-এর ট্রেলার দেখে মত নেটিজেনদের, উত্তর দিলেন পাওলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement