সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ছবি পরিচালনা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বর্ষীয়ান বলিউড পরিচালক রাকেশ রোশন। নিজের বয়স এবং শারীরিক অসুস্থতার কারণেই তাঁর এমন সিদ্ধান্ত বলে মনে করছে দর্শকমহল। এবার আরও একটি বড় সিদ্ধান্তের কথা নিজেই জানালেন পরিচালক- যা শুনে তাঁর অনুরাগীরা হয়তো ভেঙে পড়বেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ঋত্বিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির ছবি কৃশ ৪ আমি পরিচালনা করছি না। তার বদলে এই গুরু দায়িত্ব পালন করবেন অন্য কেউ।” কিন্তু পরিচালকের এহেন সিদ্ধান্তের কারণ কী? এ প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক নিজেই। “এমন দিন আসছে যখন আমাকে দায়িত্ব ছাড়তেই হবে। এখন সময় এসে গিয়েছে নিজের ব্যাটন অন্য কারোর হাতে তুলে দেওয়ার। সেই কাজটা আমি সজ্ঞানে থাকতে থাকতেই করে যেতে চাই। তবেই কাজটা সম্পর্কে নিশ্চিত হতে পারব। কিন্তু আগামীকাল আমার জ্ঞান না থাকলে কাজটা কীভাবে হচ্ছে তা জানতেও পারব না। তাই সময় থাকতেই নিজের দায়িত্ব হস্তান্তর করে যেতে চাই।তাছাড়া সবচেয়ে বড় কথা এই চান্সটা আমায় নিতেই হবে। কারণ এমন কোনও কথা নেই যে এবার কৃশ ৪ আমি পরিচালনা করলে সেই ছবি ব্লকবাস্টার হবে।” অবশ্য নতুন পরিচালক কে হবেন সে বিষয় খোলসা করেননি রাকেশ। বদলে জানিয়েছেন, “খুব শীঘ্রই কৃশ ৪-এর আনুষ্ঠানিক ঘোষণা হবে। এবং সেখানেই সবটা সকলে জানতে পারবে।”
উল্লেখ্য ‘কৃশ ৪’-এর হাত ধরে আরো একবার সুপারহিরো রূপে বড় পর্দায় ফিরবেন ঋত্বিক। তিনটে ছবির পর চতুর্থ সিকোয়েল যে আরো বড় আকারে পর্দায় আসবে সে কথা বলাই বাহুল্য। ২০০৩ সালে সায়েন্স ফিকশন ‘কোই মিল গেয়া’র হাত ধরে ঋত্বিককে প্রথমবার সুপারহিরো হিসাবে পর্দায় আনেন বাবা রাকেশ। এরপর ২০০৬-এ কৃশ এবং ২০১৩-এ কৃশ ৩-এর সাফল্য এটিকে সফল ফ্র্যাঞ্চাইজি করে তোলে। এবার আসবে সেই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকোয়েল। সূত্রের খবর ছবির চিত্রনাট্যও তৈরি হয়ে গিয়েছে।তবে এই মুহূর্তে ঋত্বিক ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘ওয়ার টু’-এর শুটিংয়ে। সেখানেই গানের দৃশ্য শ্যুট করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন অভিনেতা। মনে করা হচ্ছে পায়ের আঘাত সারিয়ে ‘ওয়ার টু’-এর কাজ শেষ করেই শুরু করবেন ‘কৃশ ৪’-এর কাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.