Advertisement
Advertisement

Breaking News

Mithya Trailer

প্রথমবার হুমা কুরেশির সঙ্গে জুটিতে পরমব্রত, ‘মিথ্যা’র ট্রেলারে জমাট বাঁধল রহস্য

এই সিরিজ থেকেই অভিনয় জীবনে পা রাখছেন ভাগ্যশ্রীকন্যা অবন্তিকা।

Huma Qureshi, Parambrata Chatterjee Starerr Mithay Trailer out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 2, 2022 7:23 pm
  • Updated:February 2, 2022 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ওয়েবে সিরিজ ফের পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। রবিনা ট্যান্ডনের সঙ্গে ‘আরণ্যক’ সিরিজে জুটি বাঁধার পর এবার বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সিরিজের নাম ‘মিথ্যা’। তবে এখানেই চমকের শেষ নয়। এই সিরিজ থেকেই অভিনয় জীবনে পা রাখছেন অভিনেত্রী ভাগশ্রীর মেয়ে অবন্তিকা দাসানি। সিরিজের পরিচালক রোহন সিপ্পি।

ট্রেলারেই ইঙ্গিত মিলেছে এই ছবি একেবারেই সাইকোলজিক্যাল থ্রিলার। এক ছাত্রী ও অধ্যাপিকাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প। ছাত্রীর চরিত্রেই অভিনয় করেছেন অবন্তিকা ও অন্যদিকে অধ্যাপকের চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। এক গবেষণাপত্র ও একটি খুনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প।

Advertisement

 

[আরও পড়ুন: ‘ধর্ম নিরপেক্ষ ভারতের আদর্শ নাগরিক হবে আমাদের সন্তান!’ অকপট নুসরত জাহান ]

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘চিট’ সিরিজের হিন্দি অ্যাডাপটেশন হল ‘মিথ্যা’। ১৮ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজ।

Bhagyashree and her daughter
ভাগ্যশ্রী ও তাঁর মেয়ে অবন্তিকা।

 

ইদানিং ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলার সিরিজের সংখ্যাই সবচেয়ে বেশি। বলিউড হোক কিংবা টলিউড সব জায়গাতেই একের পর এক মুক্তি পাচ্ছে থ্রিলারধর্মী সিরিজ। দর্শকদের চাহিদা মেটাতেই তাই পরিচালকরা একের পর এক বানিয়ে চলেছেন নানারকমের রহস্যের ছবি। সেই তালিকাতেই এবার ঢুকে পড়ল পরম, হুমা ও অবন্তিকার ‘মিথ্যা’। এই সিরিজে দেখা যাবে রজিত কাপুর এবং সমীর সোনিকেও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma S Qureshi (@iamhumaq)

[আরও পড়ুন: সরস্বতী পুজো করবেন যশ-নুসরত, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন তারকা জুটি ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement