সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরে বলিউডে রয়েছেন। ভাল অভিনেত্রী হিসেবে নিজের পায়ের জমি শক্তও করেছেন। তবুও সম্প্রতি তাঁকে বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকা নিয়ে প্রশ্নের সঙ্গে জুড়ে দেওয়া হল তাঁর ধর্মকে। কারণ, তিনি মুসলিম। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। নতুন ছবি তরলার প্রচারে সময়, অদ্ভুত এক প্রশ্নের মুখে পড়তে হল হুমাকে। তবে হুমা চুপ থাকেননি। উত্তর দিলেন স্পষ্ট।
হুমাকে প্রশ্ন করা হল, বলিউডে কী ধর্মের মেরুকরণ রয়েছে? মুসলিম হওয়ায় কী কোনও অসুবিধা বা বাড়তি সুবিধা পান তিনি? হুমা স্পষ্ট জানান, ইদানিং এই কথাগুলো খুব শুনতে পাচ্ছি। আমার মনে হয় এই কথাগুলো উঠছে কারণ, প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক মার্কিন সফরে তাঁকে সেখানকার মিডিয়া ভারতের মুসলিম অধিকার রক্ষার বিষয়ে প্রশ্ন করে। এটা মোটেই সঠিক প্রশ্ন ছিল না।’
View this post on Instagram
হুমা আরও জানান, ‘আমি কখনোই বুঝতে পারিনি যে আমি মুসলিম এবং আমি আলাদা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি নিজেকে কখনও আলাদা অনুভব করিনি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.