Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন হৃতিক রোশনের মা, সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট

অভিনেতার মৃত্যুর চার মাস পর কী বক্তব্য পিঙ্কি রোশনের?

Bangla News of Sushant Singh Rajput Case: Hrithik Roshan's mom shares a cryptic post on actor’s death | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 22, 2020 4:13 pm
  • Updated:October 22, 2020 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ জুন। বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার চার মাস অতিক্রান্ত। এতদিনে  সুশান্তের মৃত্যু নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। প্রকাশ্যে এসেছে নানা ঘটনা, নানা রটনা। সোশ্যাল মিডিয়ায় বলিউডের মাদক যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), শেখর সুমন, রবি কিষেণের মতো তারকারা। এবার সুশান্ত প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন হৃতিক রোশনের (Hrithik Roshan) মা পিঙ্কি রোশন।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে সুশান্তের ছবি শেয়ার করেছেন পিঙ্কি (Pinkie Roshan)। আরেকটি ছবি শেয়ার করেছেন তিনি যাতে লেখা, “সকলেই সত্য জানতে চান, কিন্তু কেউই সত্য বলতে চান না।”

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#prayersarepowerful #universeispowerful🌍

A post shared by Pinkie Roshan (@pinkieroshan) on

[আরও পড়ুন: করোনা আক্রান্ত ‘সারেগামাপা’র চার বিচারক, ধন্দ শুটিং নিয়ে! কী বললেন মনোময় ভট্টাচার্য?]

নিজের এই পোস্ট কাকে ইঙ্গিত করে করেছেন হৃতিক রোশনের মা। এই প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়। পাশাপাশি পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেউ মন্তব্য করেছেন, সত্য নিজের পথ ঠিক খুঁজে নেবে, কেউ আবার বলেছেন দোষীরা ঠিক কর্মফল পাবেন।

এর আগে সুশান্ত মামলায় মাদক যোগের অভিযোগে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। রিয়া শর্তসাপেক্ষে জামিন পেলেও তাঁর ভাই সৌভিক এখনও বিচার বিভাগীয় হেফাজতে। ৩ নভেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কিছুদিন আগেই সুশান্তের বিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছিলেন কলকাতার সুশান্ত অনুরাগীরা। সেই ভিডিও শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Kolkata 🙏❤️🙏 #JusticeForSushantSinghRajput #KolkataRoars4SSR

A post shared by Shweta Singh kirti (SSK) (@shwetasinghkirti) on

[আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোর থিমে সোনু সুদ, উদ্যোক্তাদের ভিডিও বার্তা আপ্লুত অভিনেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement