Advertisement
Advertisement

Breaking News

Hrithik Roshan Fighter

টম ক্রুজের এই ছবির নকল হৃতিকের ‘ফাইটার’! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে

সোমবারই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

Hrithik Roshan's first look from Fighter Reminds The Internet Of Tom Cruise's Top Gun | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 27, 2023 4:02 pm
  • Updated:June 27, 2023 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৭তম জন্মদিনে সিনেপ্রেমীদের সুখবর দিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। জানিয়েছিলেন ‘ফাইটার’ ছবির কথা। সেই ছবির ফার্স্টলুক প্রকাশ করলেন সোমবার। তা নিয়েই নেটদুনিয়ায় জোর চর্চা। প্রশংসা প্রচুর পেয়েছেন বলিউডের গ্রিক গড, আবার ট্রোলের হাত থেকেও রেহাই পাননি।

Hrithik Fighter

Advertisement

কী নিয়ে এত আলোচনা-পর্যালোচনা আর সমালোচনা?
হৃতিকের এই লুকের সঙ্গে অনেকেই টম ক্রুজের (Tom Cruise) ‘টপ গান’ সিনেমার লুকের মিল পেয়েছেন।  “ব্যাস টপ গানের রিমেক করে ফেলবেন না”,  “সস্তা টপ গান তৈরি হচ্ছে”, এমন মন্তব্য করা হয়েছে। “টিপিক্যাল বলিউড” বলেও কটাক্ষ করা হয়েছে।  কেউ কেউ আবার ‘ফাইটার’-কে  ‘টপ গান’ ছবির ভারতীয় ভার্সানও বলেছেন। 

Hrithik-Tom-2

Hrithik-Tom-3 Hrithik-Tom-1

[আরও পড়ুন: ‘উদ্দাম যৌনতার সাক্ষী বন্ধু…’, লালসার গল্প শোনালেন কঙ্কনা সেনশর্মা]

‘ফাইটার’ ছবিতেই প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক। সিনে ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়েও এতদিন দুই তারকার একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনাতেই তা সম্ভব হল। হৃতিক-দীপিকা ছাড়াও ছবিতে রয়েছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সঞ্জিদা শেখ ও তালাত আজিজ।

Watch: Hrithik Roshan, Deepika Padukone to star in Siddharth Anand's Fighter | Sangbad Pratidin

কোভিডের জেরে যখন লকডাউন হয়েছিল সেই সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর ছবির শুটিং শুরু হয়। জুন মাসে মুম্বইয়ের শুটিং শেষ হওয়ার কথা। তারপর জুলাইয়ে হবে বিদেশে শুটিং। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে আসবে ‘ফাইটার’।

[আরও পড়ুন: ‘একটু না হয় গালিগালাজই খেলাম’, পাকিস্তানি গান ‘পাসুরি’র রিমেক নিয়ে মুখ খুললেন অরিজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement