Advertisement
Advertisement
Hrithik Roshan

নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান, ভাড়া নিলেন বিলাসবহুল ফ্ল্যাট

নতুন প্রেমের মাঝেও দুই ছেলেকে সমান সময়ও দিচ্ছেন হৃতিক ও সুজান।

Hrithik Roshan's Ex-Wife Sussanne Khan Rents Mumbai Flat For Rs 2.37 Lakh Monthly
Published by: Akash Misra
  • Posted:December 28, 2024 10:04 am
  • Updated:December 28, 2024 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃতিকের সঙ্গে ঘর ভেঙেছে তা বেশ কয়েক বছর হয়ে গেল। তারপরে হৃতিকও খুঁজে পেয়েছেন তাঁর নতুন প্রেমিকা সাবা আজাদকে। অন্যদিকে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও আলি গোনির ভাই আর্সালানের চোখেই নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছেন। এমনকী, হৃতিক ও সুজান দুজনেই মেনে নিয়েছেন তাঁদের এমন অবস্থান। নতুন প্রেমের মাঝেও দুই ছেলেকে সমান সময়ও দিচ্ছেন হৃতিক ও সুজান। তবে নতুন খবর হল, আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে তৈরি সুজান। আর সেই কারণেই পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি। সূত্রের খবর, এই ফ্ল্য়াটের ভাড়া প্রতি মাসে ২.৩৭ লক্ষ টাকা।

বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী, সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল তাঁকে। সাফল্যের সিড়িতে পা রেখেই প্রেমিকা সুজান খানের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছিলেন হৃতিক রোশন। তারপর দীর্ঘ ১৪ বছর টিকেছিল তাঁদের সম্পর্ক। দুই পুত্রসন্তান রয়েছে। কিন্তু আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয় রোশন পরিবারের পক্ষ থেকে। বিবৃতিতে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে বিচ্ছেদের পরও দু’জনের সম্পর্কের মধ্যে একটা অজানা টান রয়েই গিয়েছে। যা এতদিন বন্ধুত্ব হিসেবেই দেখিয়েছেন হৃতিক-সুজান। কিন্তু পুরনো চালের মতো প্রেমও যে যখন-তখন বাড়তে পারে। প্রাক্তন স্বামীকেই নিজের জীবনের একমাত্র আলোর উৎস হিসেবে ব্যাখ্যা করলেন সুজান। আর এই আলো যে তাঁর সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে সেটাও জানাতে ভুললেন না হৃতিকের প্রাক্তন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement