Advertisement
Advertisement

শিক্ষক দিবসে ‘সুপার ৩০’ ছবির পোস্টার প্রকাশ হৃতিকের

নতুন ছবির জন্য ভোল পালটেছেন অভিনেতা।

Hrithik Roshan shares Super 30 posters on Teachers’ Day
Published by: Sulaya Singha
  • Posted:September 5, 2018 2:54 pm
  • Updated:September 5, 2018 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা পেশির আস্ফালন উধাও। মাথায় চুল এলোমেলো। পরনে ছাই রঙের প্যান্ট ও নীল টি-শার্ট। এ হৃতিক রোশন এক্কেবারে অচেনা। কিন্তু নিজের আপকামিং ছবিতে সাদামাটা একজন শিক্ষক হিসেবে তুলে ধরবেন তিনি। প্রথমবার বড়পর্দায় শিক্ষকের ভূমিকায় দেখা যাবে বলিউডের সুপারহিরোকে। তাই নিজের পোস্টার প্রকাশের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিলেন তিনি। শিক্ষক দিবসে প্রকাশ্যে এল ‘সুপার ৩০’ ছবির নয়া পোস্টার।

[অনুষ্ঠানে গান গেয়ে বিপাকে কুমার শানু, পুলিশে অভিযোগ দায়ের]

এক নজরে চেনার উপায় নেই যে এ মানুষটাই দিন কয়েক আগে বিশ্বের সবচেয়ে সুন্দর অভিনেতাদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন। কিন্তু অভিনেতা বলে কথা। তাই নতুন ছবির জন্য ভোল পালটেছেন হৃতিক। পর্দার সুপারহিরো থেকে হয়ে উঠেছেন বিহারের অঙ্কের শিক্ষক আনন্দ কুমার। এর আগে প্রকাশ্যে এসেছিল ‘সুপার ৩০’-র শুটিংয়ের ছবি। হৃতিকের ডি-গ্ল্যাম লুকেই মজেছিলেন নেটিজেনরা। এবার তিনটি পোস্টার প্রকাশ করলেন হৃতিক। যার মধ্যে একটিতে শিক্ষক আনন্দ কুমার হিসেবে ছাত্রদের সঙ্গে ধরা দিয়েছেন তিনি। অন্য পোস্টারে অঙ্কের হিসেবে ভরা তাঁর মুখ। এবং আরেকটি ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিজ্ঞার ছবি।

[শিক্ষক দিবসে গুরুদের স্মৃতিচারণায় সফল তারকারা]

২০০২ সালে ‘সুপার ৩০’-র অভিযান শুরু করেছিলেন আনন্দ কুমার। উদ্দেশ্য ছিল দুঃস্থ পরিবারের মেধাবি পড়ুয়াদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। আর আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপযুক্ত করে তোলা। প্রথম বছরেই ৩০ জনের মধ্যে ১৮ জন পড়ুয়া আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপর আর থেমে থাকেনি ‘সুপার ৩০’-র যাত্রা। ২০১৭ সালে পরিস্থিতি এমন দাঁড়ায় ৩০ জনের মধ্যে ৩০ জনই আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। সাধারণ মানুষের এই অসাধারণ কাহিনিই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিকাশ বহেল। অঙ্কের শিক্ষকের চরিত্রে নাকি হৃতিকই ছিলেন তাঁর প্রথম পছন্দ। তাঁর পাশে অভিনয় করতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে। সাধারণ মানুষের অসাধারণ কাহিনিকে বাস্তবের আয়না হিসেবেই পর্দায় তুলে ধরতে চান পরিচালক। তাই রিয়েল লোকেশনেই বেশিরভাগ শুটিং সারছেন তিনি। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘সুপার ৩০’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement