Advertisement
Advertisement

Breaking News

Hrithik Roshan

ডেটিং অ্যাপে প্রোফাইল খুললেন হৃতিক! সাবার সঙ্গে সম্পর্কে ভাঙন?

নতুন 'সঙ্গী' খুঁজছেন বলিউডের গ্রিক গড!

Hrithik Roshan on dating app
Published by: Akash Misra
  • Posted:September 17, 2024 7:14 pm
  • Updated:September 17, 2024 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বলিউডে রটে গেল, হৃতিক রোশন নাকি গোপনে ডেটিং সাইটে ঘোরাফেরা করছেন! শুধুই কি তাই? ডেটিং অ্যাপে নাকি বেশ কিছু ছবি আপলোড করে ‘সঙ্গী’ খুঁজছেন বলিউডের গ্রিক গড! তাহলে কি বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে ভাঙন হৃতিকের? নতুন কাউকে ‘কহোনা প্যার হে’ বলতে চাইছেন?

ব্য়াপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি বলিপাড়ার নিন্দুকদের নজরে এসেছে এমনই এক কাণ্ড। এক নির্দিষ্ট ডেটিং অ্যাপ খোলা মাত্রই চোখে পড়েছে হৃতিকের একেবারে হট প্রোফাইল! নাহ, কোনও বিজ্ঞাপনী স্টান্ট নয়। বরং সত্য়িই সঙ্গী খুঁজছেন হৃতিক। তবে অনেকের একটু সন্দেহ প্রকাশও করেছেন। অনেকের মতে, কেউ হয়তো হৃতিকের ছবি ব্যবহার করেছেন। তবে রাকেশ রোশনপুত্রর ঘনিষ্ঠদের মতে, বেশ কয়েক মাস ধরেই নাকি সাবার সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও অম্লমধুর! তবে এ ব্যাপারে কিন্তু এখনও কোনও মন্তব্য করেননি হৃতিক।

Advertisement

তবে শুধু হৃতিক নয়। আরও দুই অভিনেতার প্রোফাইলও দেখা গিয়েছে। একজন হলেন মালাইকা অরোরার প্রাক্তন অর্জুন কাপুর। অন্যদিকে, অনন্যা পাণ্ডের প্রাক্তন আদিত্য রায় কাপুর। তবে কেউই এই বিষয়টি নিয়ে স্পিকটি নট! গোটা কাণ্ডই ঘুরে বেড়াচ্ছে বলিপাড়ায়।

Hrithik Roshan’s quirky reply to an older woman proposing to him

প্রসঙ্গত, হৃতিক রোশনের প্রেমিকা তিনি। সেই কারণেই কাজ নেই। এমনই অভিযোগ সাবা আজাদের। ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিযোগ করেছেন তিনি। সাবার দাবি, গত দুই বছর ধরে তিনি কোনও ভয়েস ওভারের কাজ পাননি। শুধুমাত্র সুপারস্টারের প্রেমিকা বলে তাঁকে কাজ দেওয়া হয়নি।

সাবার অভিযোগ, এই বিষয়ে যখন তিনি এক পরিচালকের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন চমকে দেওয়া উত্তর পেয়েছিলেন। পরিচালক জানান, সাবা তো এখন সফল এক পুরুষের সঙ্গিনী। সেই কারণেই ভেবে নেওয়া হয়েছে যে ভয়েস ওভারের মতো কাজ তিনি আর করবেন না। এতেই বেজায় চটেছেন সাবা। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আমরা কি সত্যিই সেই অন্ধকার যুগে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় যে মহিলার সফল সঙ্গী আছে তাই তাঁকে আর নিজের খাবার জোগাড় করতে হবে না? কিংবা নিজের ভাড়া বা বিল দিতে হবে না? নিজের কাজে গর্বিত হওয়ার সুযোগ থাকবে না অথবা নিজের ও পরিবারের খেয়াল রাখার প্রয়োজন নেই? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এটা একরোখা পিতৃতান্ত্রিক ও পিছিয়ে পড়া মানসিকতা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement