সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশির সমস্যায় ভুগছেন হৃতিক রোশন। তাঁর সমস্যায় এতটাই গুরুতর যে, ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না অভিনেতা। তীব্র ব্যথায় একেবারে নাজেহাল অবস্থা বলিউডের গ্রিক গডের। ক্রাচ নিয়ে ছবি পোস্ট করে তাঁর শারীরিক অবস্থা ও জীবন দর্শনকে মিলিয়ে দিলেন হৃতিক।
বুধবার হৃতিক রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, কোমরে বেল্ট এবং ক্রাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। ইনস্টাগ্রামে হৃতিক লিখলেন, ”আমার দাদু একবার আহত হয়ে হুইলচেয়ার ব্যবহার করতে চাননি। তিনি জানিয়ে ছিলেন এতে তাঁর শক্ত থাকার ইমেজ নষ্ট হবে। সেই সময় দাদুর ওই কথার অর্থ বুঝিনি। এখন বুঝতে পারছি। ইমেজ ঠিক রাখতে আমরা নিজের ব্যথা, বেদনা, বলা ভালো আসল জীবনকে গোপন রেখে দিই। এমনিতেই পুরুষদের ব্যথা লাগে না, এরকম দর্শন রয়েছে। সেই ইমেজ ঠিক রাখতেই আমাদের ব্যথা গোপন রাখার প্রচেষ্টা…।”
View this post on Instagram
বক্স অফিসে বহুদিন হল ভালো ব্যবসা করতে পারছে না হৃতিকের ছবি। ভালো অভিনয় করেও, লক্ষ্মীলাভে পিছিয়ে পড়ছেন হৃতিক। এই যেমন সম্প্রতি হৃতিকের ‘ফাইটার’ও তেমন কামাল দেখাতে পারেনি। ‘ফাইটার’ ছবির ভরাডুবির দুঃখ সামলে ওঠার আগেই নতুন বিপাকে পড়লেন হৃতিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.