Advertisement
Advertisement

Breaking News

Hrithik Deepika

‘প্রেমের কী মহিমা…’, বোল্ড হৃতিক-দীপিকাকে দেখে শীতেও গরম লাগছে ভক্তদের!

দেখেছেন হৃতিক-দীপিকার এই ভিডিও?

Hrithik Roshan, Deepika Padukone raise hotness in Fighter's new song | Sangbad Pratidin

হৃতিক-দীপিকা (ইনস্টাগ্রাম)

Published by: Sandipta Bhanja
  • Posted:December 20, 2023 9:10 pm
  • Updated:December 20, 2023 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে আগুন রসায়ন। যা দেখলে ছ্যাকা লাগবেই! হ্যাঁ, ‘ফাইটার’ ছবিতে এমন ম্যাজিকই দেখাবেন হৃতিক ও দীপিকা (Hrithik Roshan, Deepika Padukone)। ইতিমধ্যেই তার ঝলক মিলেছে ‘শের খুল গয়ে’ গানের ভিডিওতে। এবার ছবির নতুন গান ‘ইশক জ্যায়সা কুছ’ গানের টিজার (Ishq Jaisa Kuch teaser) দেখিয়ে এই শীতেও অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ালেন হৃতিক-দীপিকা।

আগামী ২২ ডিসেম্বর, শুক্রবার রিলিজ করবে ‘ফাইটার’ ছবির দ্বিতীয় গান ‘ইশক জ্যায়সা…’। তার প্রাক্কালেই বলিউডের দুই তারকা কয়েক সেকেন্ডের টিজারে এমন জাদু দেখালেন যে, ভক্তদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়।

Advertisement

[আরও পড়ুন: ‘যত্ত সড়কছাপ…’! ‘ডাঙ্কি’ মুক্তির আগে ফের শাহরুখকে খোঁচা সমীর ওয়াংখেড়ের?]

প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত ‘ফাইটার’ ছবি নিয়ে প্রথম থেকেই উৎসাহ তুঙ্গে। উপরন্তু দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন জুটি। এক ফ্রেমে তাঁদের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। ‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। বায়ুসেনার পোশাকে নজর কাড়লেন হৃতিক ও দীপিকা। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হল বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে। ২০২৪ সালের ২৬ জানুয়ারি গোটা দেশের প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement