সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর বিয়ে বলে কথা! মন খুলে নাচলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। বরের বেশে ছন্দ মিলিয়ে তাঁকে সঙ্গ দিলেন ফারহান আখতার (Farhan Akhtar)। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ‘সেনোরিটা’ গানের তালে নাচলেন দুই বন্ধু। তাঁদের এই যুগলবন্দির সাক্ষী থাকলেন নিমন্ত্রিতরা।
ছোটবেলা থেকেই বন্ধুত্ব ফারহান ও হৃতিকের। তা বড়বেলাতেও অটুট রয়েছে। পরিচালক ফারহানের দ্বিতীয় সিনেমা ‘লক্ষ্য’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। তারপর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন দুই বন্ধু। সঙ্গে ছিলেন অভয় দেওল। তিনজনে মিলে গেয়েছিলেন ‘সেনোরিটা’ গানটি। ক্যামেরার সামনে নেচেওছিলেন। সেই গানেই উদ্দাম নাচলেন হৃতিক। দুই বন্ধুর নাচের ভিডিও ফিল্মফেয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা হয়েছে। দুই তারকার নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা।
View this post on Instagram
শনিবার ফারহান আখতার ও শিবানী ডন্ডেকরের (Shibani Dandekar) হাত ধরে একেবারে অন্যরকম বিয়ে দেখল বলিউড। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী।
এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান শায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল ফারহান ও অধুনা দু’জনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সাল থেকে একসঙ্গেই থাকেন তাঁরা। শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দু’জন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.