সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ কি আর তাঁকে সাধে বলা হয়! একবার শার্টলেস হলেই মূর্চ্ছা যান সুন্দরীরা। সেই হৃতিক রোশন যদি তীব্র রোদে পরনের জিনসখানি নিতম্বে নামিয়ে শরীরচর্চা করেন তাহলে? তাহলে আর কী! পুড়ে ছাই নেটদুনিয়া।
এমনিতেই তীব্র দাবদাহ, তার উপরে হৃতিকের (Hrithik Roshan) এই হট লুক। চড়া রোদে ছাদে শরীরচর্চা করতে গিয়েছিলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। সাইকেলিং করছিলেন। বিন্দু বিন্দু ঘাম জমে চকচকে হয়ে উঠেছিল তাঁর গোটা শরীর। “যখন চটজলদি মেদ ঝরাতে হয়, তখন ভিটামিন ‘D’hoop’-এর থেকে আর ভাল কিছুই হতে পারে না”, একথাই লিখেছিলেন হৃতিক। কিন্তু নেটিজেনদের বেশিরভাগের নজর ছিল তাঁর খোলা জিনসের উপর।
View this post on Instagram
এই গরমে চাপা জিনস পরে শরীরচর্চা করা প্রায় অসম্ভব। সেই কারণেই হয়তো তা সামান্য খুলে নিতম্বের কাছে নামিয়ে রেখেছিলেন হৃতিক। অভিনেতার অন্তর্বাসও দেখা যাচ্ছিল। তাতেই তোলপাড় নেটদুনিয়া। অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে।
২০২২ সালে মুক্তি পেয়েছিল হৃতিক-সইফের ‘বিক্রম ভেদা’। উইকিপিডিয়ার তথ্য মানলে, ১০০ কোটি টাকার সিনেমা মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে হৃতিকের অভিনয় প্রশংসা পেয়েছে। এ বছর হৃতিকের কোনও সিনেমা মুক্তি পাবে না বলেই খবর। ২০২৪ সালে ‘ফাইটার’ হয়ে কামব্যাক করছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.