সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের বদলা প্রেম, চুমুর বদলা চুমু! হ্য়াঁ, হৃতিক রোশন আজকাল এই দর্শনেই বিশ্বাসী। আর তাই তো নিজের জন্মদিনে প্রাক্তন স্ত্রী সুজানকে দেখিয়ে দিলেন তিনিও রয়েছেন প্রেমে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সাবা আজাদের প্রেমে মত্ত হৃতিক। এ খবর আর গোপন নয়। এমনকী, হৃতিকও তা গোপন রাখতে চান না। তাই তো খুল্লমখুল্লা সাবার হাতে হাত দিয়ে ঘুরে বেড়ান এদিক-ওদিক। আর এবার প্রকাশ্যে চলে এল সাবা ও হৃতিকের ঠোঁটঠাসা চুমুর ছবি। হৃতিকের ৫০তম জন্মদিনে চুমুর ছবি দিয়েই প্রেমিক হৃতিককে শুভেচ্ছা জানাল প্রেমিকা সাবা!
কয়েকদিন আগে হৃতিকের প্রাক্তন স্ত্রীও তাঁর প্রেমিক আরসালনের জন্মদিনে ঠিক এভাবেই শুভেচ্ছা জানিয়ে ছিলেন। হৃতিকের হয়ে সুজানের থেকে সেই বদলাই যেন নিলেন সাবা।
View this post on Instagram
সুঠাম চেহারায়, দুরন্ত ফিটনেসে হৃতিক এখনও এক হাত নিতে পারেন এ প্রজন্মের নায়কদের। আর প্রেমের ব্যাপারে তো তিনি এখনও ফুলটস হাঁকাচ্ছেন! আর শুধুই কী প্রেম? নতুন প্রেমিকা সাবা আজাদের সঙ্গে বিয়েও করতে চলেছেন হৃতিক। হৃতিকের ঘনিষ্ঠমহল বলছে, প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই নাকি চার হাত এক হবে হৃতিক ও সাবার। এ ব্যাপারে অবশ্য মুখে কুলুপ হৃতিক ও সাবার দুজনেরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.