Advertisement
Advertisement

টুইটারে প্রেমের শুরু, গোপনে গোয়া ট্রিপ! হৃতিককে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন প্রেমিকা সাবা?

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের।

Hrithik Roshan And Rumoured Girlfriend Saba Azad Met Via Twitter | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 22, 2022 8:14 pm
  • Updated:February 22, 2022 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) মধ্যেই কি শেষমেশ প্রেম খুঁজে পেলেন হৃতিক রোশন (Hrithik Roshan)! অন্তত, বলিউড গুঞ্জন আর ভাইরাল হওয়া হৃতিক ও সাবার নতুন ছবি তেমন দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে এ ব্যাপারে যা কিছুই রটুক না কেন, হৃতিক ও সাবা কিন্তু একেবারেই চুপ!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়া মাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি। তখন থেকেই নিন্দুকদের নজর হৃতিক ও সাবার দিকে। এবার সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিলেন হৃতিক ও সাবা নিজেই। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, নতুন একটা ছবি। যেখানে দেখা গেল, রোশন পরিবারের সঙ্গে লাঞ্চ সারলেন সাবা। একসঙ্গে বসে আড্ডাতেও মাতলেন। তাহলে কী সাবার সঙ্গে হৃতিকের সম্পর্ক পরিবারও মেনে নিয়েছে? এ ব্যাপারে রোশন পরিবারের সবার মুখেই কুলুপ।

Advertisement

[আরও পড়ুন: সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saba Azad (@sabazad)

জানা গিয়েছে, সাবার সঙ্গে হৃতিকের নাকি আলাপ টুইটারে। তারপর তিনমাস ধরে গোপনে গোপনে দেখাও করেছেন দুজনে। তবে শোনা যায়, এক ডেটিং অ্যাপেও নাকি দুজনে কথা বলেছেন। এমনকী, গুঞ্জন বলছে, হৃতিক আর সাবা নাকি একসঙ্গে গোয়াতেও ঘুরতে গিয়েছিলেন।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর থেকে একেবারেই সঙ্গীহীন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় নানা সময়ই দেখা যায় দু’ ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেতা। অন্যদিকে, নতুন ছবি ‘বিক্রম ভেদার’ শুটিংয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক রোশন। তার মাঝেই এবার প্রেমের গুঞ্জনে ঢুকে পড়লেন বলিউডের গ্রিক গড।

[আরও পড়ুন: ‘সকলের জীবনই মূল্যবান!’ উত্তপ্ত ইউক্রেন থেকে ভিডিও পোস্ট করে বার্তা ঊর্বশী রাউতেলার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement