Advertisement
Advertisement

Breaking News

Hrithik Saba

প্রেমিকা, ছেলেদের সঙ্গে নিয়ে ডিনার ডেটে হৃত্বিক! ‘আপনি কেমন বাবা?’, শুনতে হল খোঁটা

প্রেমিকা সাবা আজাদের সঙ্গে সন্তানদের নিয়ে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন হৃত্বিক রোশন।

Hrithik gets trolled as he steps out with GF Saba and sons | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 2, 2023 4:12 pm
  • Updated:September 2, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সাবা আজাদকে নিয়ে রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। প্রেমিকার পাশাপাশি দুই ছেলেকেও সঙ্গে নিয়ে যান অভিনেতা। সুযোগ পেয়েই পাপ্পারাজিরা ক্যামেরাবন্দি করেন সেই মুহূর্ত। যা আপাতত নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে। যা দেখে নেটপাড়ার নীতিপুলিশেরা হৃতিককে ভাল বাবা হওয়ার পাঠ দিতে ছাড়লেন না!

পরনে সাদা টিশার্ট। প্রেমিকা সাবা আজাদের (Saba Azad) হাত ধরে হৃদান ও রেহানকে নিয়ে রেস্তরাঁয় প্রবেশ করছিলেন হৃতিক রোশক। সাবার পরনে ছিল আকাশি রঙের বডিকন ড্রেস। তারকাজুটিকে দেখেই অনুরাগীরা ভীড় জমান।

Advertisement

প্রসঙ্গত, বিগত ২ বছর ধরেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন হৃতিক রোশন, সাবা আজাদ (Hrithik Saba)। গোড়ার দিকে বিষয়টা গুঞ্জন হলেও পরে প্রকাশ্যেই একে-অপরের প্রতি মাখোমাখো রয়াসনে সিলমোহর বসিয়েছেন তাঁরা। বিটাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর মাসেই নাকি ছাদনাতলায় বসতে চলেছেন তারকাজুটি। তার আগেই হবু মায়ের সঙ্গে সন্তানদের সখ্যতা গড়তে সকলকে নৈশভোজে নিয়ে গিয়েছিলেন হৃতিক। তবে বাচ্চাদের সামনে প্রেমিকার সঙ্গে অভিনেতার এমন মাখামাখি মেনে নিতে পারেনি নেটপাড়ার একাংশ। অতঃপর অভিনেতাকে ট্রোল করতেও ছাড়লেন না তাঁরা।

[আরও পড়ুন: ‘ড্রিম গার্ল ২’-এর দৌলতেই স্বপ্নপূরণ! ৪ বছর বাদে সূর্যোদয় আয়ুষ্মান খুরানার কেরিয়ারে]

কেউ বললেন, ‘বাবা প্রেমিকাকে নিয়ে ঘুরছে। মা যাচ্ছে তার প্রেমিকার সঙ্গে। বলিউডের লোকদের জন্য এসব জলভাত হয়ে দাঁড়িয়েছে।’ কারও মন্তব্য, ‘আপনার বাচ্চাদের উপর এর কী প্রভাব পড়ছে ভেবে দেখুন।’ কারও প্রশ্ন, ‘আপনি কেমন বাবা?’ কেউ কেউ আবার সাবা আজাদকে ‘হৃতিকের মেয়ে’ বলেও কটাক্ষ করলেন। কারও কটুক্তি, ‘দেখেই বোঝা যাচ্ছে নতুন মাকে বাচ্চাগুলোর পছন্দ নয়।’

[আরও পড়ুন: এবার একসঙ্গে বড়পর্দা কাঁপাবেন শাহরুখ-সুহানা, মেয়ের ছবি হিট করাতে ‘বাদশাহি ব্রহ্মাস্ত্র’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement