Advertisement
Advertisement
Jawan Trailer

‘ব্লকবাস্টার হোক জওয়ান’, পরিচালক অ্যাটলির মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন শাহরুখ

৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের 'জওয়ান'।

How Shah Rukh Khan Greeted Atlee's Mother At Jawan Event| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 4, 2023 8:33 pm
  • Updated:September 5, 2023 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে শাহরুখ খান। বলিউডের একনম্বর নায়ক হয়েও যেন মাটির মানুষ। আর তাই তো ‘জওয়ান’ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির পরিচালক অ্যাটলির মা আসতেই, তাঁর মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন শাহরুখ। আর্শীবাদ হিসেবে চাইলেন জওয়ান ছবির সাফল্য। শাহরুখের এমন ব্যবহার দেখে একেবারেই আপ্লুত অ্যাটলির মা এবং নেটিজেনরা।

বলিউড সূত্রে খবর, সবমিলিয়ে এখনও পর্যন্ত জওয়ান-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি বেল্টে 2D ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি। দক্ষিণী বাজারও কাঁপাচ্ছে ‘জওয়ান’। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি টাকা।

[আরও পড়ুন: ‘আর যাবই না জন্মদিনের পার্টিতে’, আচমকা এমন ধনুকভাঙা পণ অঙ্কুশের, কিন্তু কেন?]

প্রসঙ্গত, দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ বাদশার ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ! এবার রিলিজের আগে রেকর্ড সংখ্যক ব্যবসা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।

[আরও পড়ুন: মায়ের প্রথম নায়কের সঙ্গে পোজ সারা-ইব্রাহিমের, কিন্তু নেটিজেনদের নজর অন্যদিকে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement