সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) গতবছরই ভারতে তাঁর মিউজিক্যাল ট্যুর শেষ করেছেন। প্রশংসা কুড়নোর পাশাপাশি বিবিধ কারণে বিতর্কেও জড়াতে হয়েছে পাঞ্জাবি রকস্টারকে। তবে কনসার্টের শুরুতেই বুক চাপড়ে যেভাবে তিনি ‘পাঞ্জাবি আ গয়া’ (অর্থাৎ পাঞ্জাবি এসে গিয়েছে) বলতেন, সেই ‘লব্জ বুলি’ বেজায় হিট হয়েছিল। এবার দেশে ‘মিলিয়নিয়ার কনসার্ট’ শুরু করে দিলজিতের সেই ‘পাঞ্জাবি অহংকার’কে বিঁধলেন খোদ হানি সিং (Honey Singh)!
শনিবার মুম্বই দিয়েই হানি সিং তাঁর পাওয়ার প্যাকড ‘মিলিয়নিয়ার কনসার্টে’র সূচনা করলেন। সেই শোয়েই দিলজিতের ‘পাঞ্জাবি আ গয়া’ মন্তব্যের জবাব দিতে শোনা গেল তাঁকে। মঞ্চে গান গাওয়ার মাঝেই হানি সিংয়ের বার্তা, “আমরা তো সকলে একই পরিবারের সদস্য। তাই আমি শুধু ‘পাঞ্জাবি আ গয়া’ বলব না। আমি বলব- পাঞ্জাবিদের সঙ্গে মারাঠি, গুজরাতি, বিহারি, বাঙালি, মাল্লুরাও এসে গিয়েছে কাঁপাতে। দিনের শেষে আমরা সকলে এক।” হানির মুখে একথা শুনেই মুম্বইয়ের দর্শক, অনুরাগীরা উল্লাসে ফেটে পড়েন। হাততালির রোল ওঠে। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও বর্তমানে নেটপাড়ায় রাজত্ব করছে। হানির প্রশংসায় পঞ্চমুখ সকলে। জাত-ধর্ম নির্বিশেষে পাঞ্জাবি গায়ক যেভাবে ‘বিবিধের মাঝে মহা মিলনের’ বার্তা দিলেন, তাতে প্রশংসায় পঞ্চমুখ সকলে। অনেকে আবার সেই ভিডিও ভাইরাল করে বলছেন, ‘খোদ জাতভাই দিলজিৎ দোসাঞ্ঝকেই বিঁধলেন আপনি!’ কারও মন্তব্য, ‘এই তো এতদিনে মাথা ঠিক হয়েছে আপনার…।’ সবমিলিয়ে হানি সিংয়ের ‘একতার বার্তা’য় সরগরম নেটপাড়া।
প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে দীর্ঘদিন ধরেই হানি সিংয়ের বন্ধুত্ব। বেশ সুসম্পর্কও রয়েছে দুই পাঞ্জাবি তারকার। ২০০৯ সালে তাঁরা একসঙ্গে একটি অ্যালবামও বের করেছিলেন। তবে হানি সিং একতার পাঠ দিয়ে যে দিলজিৎকে বিঁধতে চাননি, আদতে বড় দাদার মতোই তাঁকে শিখিয়ে দিয়েছেন, সেকথাও বলছেন অনেকে। প্রসঙ্গত, সেই কনসার্ট থেকেই বাদশা এবং রাফতারকে পরোক্ষভাবে কটাক্ষ করে হানি সিংয়ের মন্তব্য, “কেউ বলে ওঁরা আমার ভাই। কারও দাবি, আমার কামব্যাক হচ্ছে না। আবার ওঁরাই দাবি করে যে ওঁরা নাকি আমার সব গান লিখে দিত। আবার কোনওদিন এটাও বলবে যে, আমার ভাগ্য ওঁদের হাতেই লেখা। গতবছর আমার ভাগ্য ওঁদের অনেকের গর্ব ভেঙে চুরমার করে দিয়েছে। এবার তো কামব্যাক করতেই হত আমাকে। আমার মন্তব্যটা রেকর্ড করা থাকলে ওঁদের ট্যাগ করে দেবেন আপনারা।” আগামী ৫ এপ্রিল কলকাতায় শো করেই কনসার্ট শেষ করবেন হানি সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.