সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক নবছর আগে হঠাৎই রটে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠান করতে গিয়ে হোটেলের রুমে ঢুকে পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের উপর নাকি চড়াও হন বলিউড বাদশা শাহরুখ খান। এমনকী, খবরে এসেছিল, হানিকে শাহরুখ এত জোরে চড় মারেন, যে আহত হন গায়ক। তাঁর কপাল ফেটে নাকি অঝোরে রক্তও বেরিয়ে ছিল। আর তার পরেই মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় উত্তেজনা হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর, ঠিক কী ঘটেছিল সেদিন, তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গপ্পোটা ফাঁস করলেন হানি। হানি জানালেন, ”শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন শাহরুখ। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে, সেটা একেবারেই মিথ্যা।”
হানি আরও বলেন, ”আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম।”
হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন, তাঁর বোনও। তিনি জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনও দোষ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.