সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে রঙের উৎসব। শুক্রবার সকাল থেকেই আমজনতার পাশাপাশি সেলেবমহলেও রঙের জোয়ার। কেউ সপরিবারে, সবাহনে হোলি খেললেন। আবার বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রঙে মাখামাখি দেখা গেল কোনও জুটিকে। কেউ একাকী দোলযাপন করলেন। সবমিলিয়ে বলিউডে বাম্পার হোলি। আবার মায়ানগরী ছেড়ে কেউ কলকাতায়।
আবির মাখিয়ে স্ত্রী ক্যাটরিনার সঙ্গে খুনসুটিতে মাতলেন ভিকি কৌশল। ভাই সানি কৌশলও কম যান না! ক্যাটরিনার বোন ইসাবেলার সঙ্গে একফ্রেমে দাদা-বউদিকে নিয়ে ছবি দিলেন সানি। কৌশল পরিবারের সকলেই যে দারুণ হোলি পালন করলেন, তা বেশ বোঝা গেল। বউমা ক্যাটরিনা যেন তাঁদের মধ্যমণি। বলিউড কাপলের আদুরে শুভেচ্ছা দেখে অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত।
View this post on Instagram
অন্যদিকে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সকলকে হতবাক করে দিয়ে রঙে মাখামাখি চেহারায় ধরা দিলেন তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাড়ানি এক হোলি পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই জুটিতে ধরা দিলেন। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবরে বলিউড থেকে দক্ষিণী বিনোদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। তবে ব্রেকআপ হলেও জুটিতে বলে দিয়েছেন- ‘আমরা শুধু বন্ধু।’ সেই বন্ধুত্বের খাতিরেই কি একসঙ্গে হোলি উদযাপন করলেন?
View this post on Instagram
এদিকে হোলিতেও ছুটি পাননি বরুণ ধাওয়ান। ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবির শুটিং করছেন তিনি। সেই সিনেমার সেটেই রং মেখে খালি গায়ে নাচতে দেখা গেল বরুণ ধাওয়ানকে। যে মজার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সহ-অভিনেতা মণীশ। অন্যদিকে মায়ানগরী ছেড়ে হোলিতে কলকাতায় মালাইকা অরোরা। শহর তিলোত্তমাকে রাঙিয়ে দিলেন ‘ছাইয়া ছাইয়া গার্ল’।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.