Advertisement
Advertisement

Breaking News

Hoichoi new shows

হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?

সাত বছরে পা দিল বাংলার ওয়েব প্ল্যাটফর্ম।

Hoichoi announces 24 enchanting new shows and sequels | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 29, 2023 8:20 pm
  • Updated:September 29, 2023 8:27 pm  

শম্পালী মৌলিক: সাত বছরে পা দিল হইচই (Hoichoi)। নতুন বছরে একগুচ্ছ নতুন চমক নিয়ে আসছে বাংলার একান্ত আপন এই ওয়েব প্ল্যাটফর্ম। ১৩টি নতুন শো এবার হইচইয়ে দেখা যাবে। সেই সঙ্গে থাকছে ১১টি পুরনো সিরিজের সিক্যুয়েল। সবমিলিয়ে মোট ২৪টি নতুন গল্প আসছে দর্শকদের জন্য। আর এবার ওয়েব ডেবিউ হতে চলেছে দেবশ্রী রায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, মিমি চক্রবর্তীর।

mimi
যাহা বলিব সত্য বলিব

এই তালিকায় প্রথমেই রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দুর্গ রহস্য’। যাতে ব্যোমকেশ হয়েছে অনির্বাণ ভট্টাচার্য। আর এবারে তাঁর সত্যবতী হিসেবে দেখা যাবে সোহিনী সরকারকে। অজিত হয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আবারও একেন হিসেবে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এবার ‘টুংলুংয়ে একেন’-এর কীর্তি দেখতে পাবেন দর্শকরা। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement
Durgo Rawhoshyo
দুর্গ রহস্য

‘ইন্দু ৩’ নিয়ে আসছেন পরিচালক সাহানা দত্ত। মুখ্য ভূমিকায় অবশ্যই ইশা সাহাকে দেখা যাবে। সাহানার ‘গভীর জলের মাছ ২’ সিরিজে থাকছেন স্বস্তিকা দত্ত, অনন্যা সেন, ঊষসী রায়। ‘নষ্টনীড় ২’-এর গল্প নিয়ে আসছেন সন্দীপ্তা সেন ও সৌম্য বন্দ্যোপাধ্যায়। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় এই প্রথমবার ওয়েব সিরিজে দেবশ্রী রায়। হয়েছেন ‘কেমিস্ট্রি মাসি’। সিরিজে মধ্যবয়স্ক ভ্লগারের চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী। কিন্তু তার সঙ্গে কেমিস্ট্রির কী কানেকশন? তা সিরিজেই দেখা যাবে।

Chemistry Mashi
কেমিস্ট্রি মাসি

[আরও পড়ুন: ধর্ম, হানাহানির উর্ধ্বে অঙ্কুশ-প্রিয়াঙ্কার প্রেম! মনুষ্যত্বের গল্প বলে ‘কুরবান’, দেখুন টিজার]

এক দম্পতির ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সাংঘাতিক পরিণাম নিয়ে তৈরি হচ্ছে নতুন সিরিজ ‘কলঙ্ক’। এছাড়া এবার হইচইয়ে আসছে সুহোত্র, দিতিপ্রিয়ার ‘ডাকঘর ২’ আর ঋত্বিকের ‘গোরা ৩’। কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে ‘আবার রাজনীতি’তে। ‘দাদুর কীর্তি’ নিয়ে আসছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তাতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, সৃজলা গুহ। থাকছে, ‘একুশে পা’, ‘লজ্জা’, ‘নিখোঁজ ২’র মতো সিরিজ।

priyanka
লজ্জা

এদিকে ‘মধ্যরাতের অপেরা’ নিয়ে আসছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আসছে সন্দীপ্তা, কৌশিক, ইন্দ্রাশিসের ‘বোধন ২’। ‘পর্ণশবরীর শাপ’-এর সৌজন্যে ভাদুরি মশাই হয়ে ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিচ্ছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘অ্যাডভোকেট অচিন্ত আইচ’ হিসেবে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। 

Chiranjeet
পর্ণশবরীর শাপ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ অবলম্বনে সিরিজ তৈরি করছেন অদিতি রায়। মুখ্য ভূমিকায় দেবচন্দ্রিমা সিংহরায়। ইশা সাহা, সৌরভ দাস, অর্পণ ঘোষালকে দেখা যাবে ‘অন্তরমহল’-এ। এছাড়াও আসছে ‘সম্পূর্ণা ২’, ‘দেবী’, ‘তালমার রোমিও জুলিয়েট’। ‘যাহা বলিব সত্য বলিব’তে ফের একবার আইনজীবীর চরিত্রে মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে রয়েছেন টোটা রায়চৌধুরী। পরিচালনায় চন্দ্রাশিস রায়।

mimi
যাহা বলিব সত্য বলিব

[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement