সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। এই লড়াই সহজ নয়। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপে হিনা খান। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। তাই এই অসুস্থ শরীরেও মক্কায় অভিনেত্রী। পবিত্র রমজান মাসে উমরাহ করার ছবি শেয়ার করলেন। তাঁর মনের জোরকে কুর্নিশ নেটিজেনদের।
ইনস্টাগ্রামে কমপক্ষে ২০টি ছবি শেয়ার করেছেন হিনা খান। অ্যালবামে লেখেন, “আলহামিদুল্লা, উমরাহ ২০২৫। আল্লা ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লা” ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও। হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, “উমরাহর জন্য সব প্রস্তুতি সারা।” চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, “শান্তি।”
View this post on Instagram
ছোটপর্দায় ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের ড্রয়িংরুমে পৌঁছে যান। তারপর ‘খাতরো কে খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’-এ যোগ দেন হিনা। কেরিয়ারের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখীই ছিল তাঁর। আচমকা গত বছরের জুনে সকলকে দুঃসংবাদ দেন অভিনেত্রী। গুঞ্জনে সিলমোহর দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, তা-ও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বারবার শারীরিক পরিস্থিতি আপডেট নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তাঁর। একাধিকবার ক্যানসারাক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.