Advertisement
Advertisement

Breaking News

রাহুল বোস

রাহুলের কলা কাণ্ডে সরগরম নেটদুনিয়া, হাসির খোরাক হোটেল কর্তৃপক্ষ

মাত্র দু’টি কলার দাম কীভাবে ৪৪২টাকা হয়, তার হিসেব কষতে ব্যস্ত নেটিজেনরা৷

Hilarious Ads storm market after Rahul Bose's banana shocker
Published by: Sayani Sen
  • Posted:July 29, 2019 10:37 am
  • Updated:July 29, 2019 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলা কিনবেন ভেবে বাজারে গেলেন৷ বিক্রেতার কাছে পৌঁছলেন৷ অনেক বাছাইয়ের পর দু’টি কলা দিতে বললেন৷ পকেটে হাত দিয়ে একটি কুড়ি টাকার নোট বের করে বিক্রেতার হাতে দিতেও গেলেন৷ কিন্তু আচমকাই শুনলেন আপত্তি করছেন দোকানি৷ পরিবর্তে তাঁর দাবি দু’টি কলার বিনিময়ে আপনাকে দিতে হবে ৪৪২ টাকা৷ কী যে করবেন আর কী-ই বা বলবেন, ঘটনার আকস্মিকতায় তা ভুলে গিয়েছেন৷ কানকে বিশ্বাস করবেন কি না, সেই ভাবনা নিশ্চয়ই এসেছে আপনার মনে৷

সাধারণ গৃহস্থের মতো একই অবস্থা হয়েছিল অভিনেতা রাহুল বোসেরও৷ জে ডব্লিউ ম্যারিয়ট থেকে দু’টি কলা ৪৪২ টাকা দিয়ে কিনে আফশোসের শেষ নেই তাঁর৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের সঙ্গে ‘মহার্ঘ’ কলা কেনার অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি৷ তদন্ত করার পর ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষের ২৫হাজার টাকা জরিমানাও হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: রাহুল বোসকে ‘মহার্ঘ’ কলা বেচে বিপত্তি, ২৫ হাজার টাকা জরিমানা হোটেল কর্তৃপক্ষের]

রাহুল বোসের কলা-কাণ্ডই এখন নেটদুনিয়ার আলোচ্য বিষয়৷ মাত্র দু’টি কলার দাম কীভাবে ৪৪২টাকা হয়, তা কিছুতেই বুঝতে পারছেন না নেটিজেনরা৷ রীতিমতো হাসির খোরাক হয়ে গিয়েছে জে ডব্লিউ ম্যারিয়টের এই ঘটনা৷ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে #RahulBoseMoment ঝড়৷ বিখ্যাত জুতো বিপণী খাদিম’সও জে ডব্লিউ ম্যারিয়টের এই অদ্ভুত কাণ্ডের বিরোধিতা করেছে৷ তাদের বক্তব্য, ৪৪২ টাকা দু’টি কলার দাম? অথচ এখানে মাত্র ২৪৯ টাকা দিয়েও জুতো পাওয়া যায়৷

Khadim's

একই পথে হেঁটেছে আরেক হোটেল বুকিং অ্যাপ OYO৷ তারা বেশ মজার ছলে ওই পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছে৷ তাদের বক্তব্য, ৪৪২ টাকায় শুধু দু’টি কলা কেন একটি গোটা ঘর পাওয়া সম্ভব৷

[ আরও পড়ুন: ‘আজম খানের মতো ব্যক্তিরা আসলে লম্পট’, সাংসদকে একহাত নিলেন জাভেদ আখতার]

Oyo

কলার দামে হাতে ছ্যাঁকা লেগেছিল রাহুল বোসের৷ সেই মহার্ঘ কলার উত্তাপেই আপাতত সরগরম নেটদুনিয়া৷ বিখ্যাত সংস্থাগুলির পাশাপাশি কলা কাণ্ডে সুর চড়িয়েছেন নেটিজেনরাও৷ এদিকে, জে ডব্লিউ ম্যারিয়টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাজ হোটেল রীতিমতো নোটিস দিয়ে জানিয়েছে, এবার থেকে ফলের জন্য কোনও বাড়তি টাকা খরচ করতে হবে না তাঁদের অতিথিদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement