আদিপুরুষ পোস্টার। ছবি- সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এলাহাবাদ হাই কোর্টের ভর্ৎসনার মুখে ‘আদিপুরুষ’ (Adipurush)। ছবি মুক্তির পর প্রাথমিক ভাবে সাফল্যের মুখ দেখলেও অচিরেই মুখ থুবড়ে পড়েছে প্রভাস অভিনীত এই ছবি। সেই সঙ্গে ক্রমেই তীব্র হয়েছে বিতর্ক। দায়ের হয়েছে একের পর এক মামলা। মঙ্গলবার আদালতের প্রশ্ন, এই ছবি কি একটি বিশেষ ধর্মের সহিষ্ণুতার পরীক্ষা নিতে তৈরি হয়েছে?
ছবিতে সীতা ও হনুমানকে ‘আপত্তিকর’ ভাবে তুলে খরা হয়েছে, এই অভিযোগে দায়ের মামলায় উচ্চ আদালত (Allahabad High Court) এদিন ভর্ৎসনা করেছে ছবির নির্মাতাদের। সেই সঙ্গে লখনউ বেঞ্চের মন্তব্য, ”যে ধরনের সংলাপ ছবিতে ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু বড় ইস্যু। রামায়ণ সকলের কাছে একটা নিদর্শন। একে পুজো করা হয়। রামচরিতমানস পাঠ করে মানুষ ঘর থেকে বের হয়।” ‘আপত্তিকর’ দৃশ্য ও সংলাপের অভিযোগ প্রসঙ্গে ছবির সহ-লেখক মুন্তাসিল শুক্লাকে মামলার এক পক্ষ করার কথা বলে তাঁকে এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে আদালতের তরফে।
এদিন হাই কোর্ট বলেছে, ”আমরা কি এরপরও চোখ বন্ধ করে থাকব, কেননা বলাই তো হয় এই ধর্মের লোক অত্যন্ত সহিষ্ণু, তা বলে সেটার কি পরীক্ষা নেওয়া হবে?” সেই সঙ্গে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.