সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিরো আলমকে নিয়ে চর্চার শেষ নেই। কখনও বেসুরো গান গেয়ে কিংবা রাজনৈতিক আঙিনায় তাঁর আনাগোনা নিয়ে আলোচনা চলছে। আবারও শিরোনামে হিরো আলম। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অভিনেতার মূর্তি তৈরি করেন। মঙ্গলবারের পর বৃহস্পতিবারও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অভিনেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিরো আলমের (Hero Alom) মাটির মূর্তি তৈরি করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমার মূর্তিটি তৈরি করেছেন। ছাত্রটি বলেন, “২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসাবে হিরো আলমের চরিত্রটা নিয়ে ভাস্কর্য তৈরি করি। খরচ পড়েছে প্রায় ৪০ হাজার টাকা। এটা শুধু ভাল লাগার জায়গা থেকেই করা। হিরো আলমকে চরিত্র হিসাবে গ্রহণ করার কারণ হচ্ছে, তাঁর চেহারার মধ্যে অন্য রকম একটা ব্যাপার আছে, যেটা আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রের কাজে খুশি অভিনেতা। নিজের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল আমার ভাস্কর্য।” বৃহস্পতিবার ভাস্কর্য শেষ হওয়ার কথাও জানান তিনি। ইতিমধ্যে হিরো আলমের পোস্ট অনুরাগী মহলে বেশ সাড়া ফেলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.