সুকুমার সরকার, ঢাকা: যে সোশ্যাল মিডিয়ার জেরে খ্যাতি। তাই-ই খোয়াতে হয়েছে হিরো আলমকে (Hero Alom)। ফেসবুক-সহ মোট ন’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এমনই অভিযোগ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকার। অ্যাকাউন্ট ফেরানোর বদলে নাকি তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকাও চাওয়া হয়েছে।
বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সঈদ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। হিরো আলমের গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখেন। মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন আলম। কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু ভোটে জিততে পারেননি।
অবশ্য তাতে দমে যাননি হিরো আলম। সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত রেখেছেনষ। আলম জানান, ইদের আগে থেকে তার অ্যাকাউন্টগুলি হ্যাক হতে শুরু করে। বলা হয়, অ্যাকাউন্ট ফিরে পেতে গেলে ৫ লক্ষ টাকা দিতে হবে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন আলম।
ইতিমধ্যেই ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন তিনি। এর জন্য ঢাকা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আলমের দাবি আলি আজগর নামের এক ব্যক্তি তাঁর এই আইডিগুলো হ্যাক করেছে। “কিছু রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন, আমার জনপ্রিয়তার জন্য পেছনে লেগেছেন।,” এমন মন্তব্যও করেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.