Advertisement
Advertisement

Breaking News

Hero Alom

মানুষের পাশে থাকা প্রয়োজন, নতুন রাজনৈতিক দল তৈরি করছেন হিরো আলম

কিছুদিন আগেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ে হারতে হয়েছিল আলমকে।

Hero Alom wants to have own political party | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 11, 2023 7:16 pm
  • Updated:February 11, 2023 7:16 pm  

সুকুমার সরকার, ঢাকা: স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন। মাত্র ৮৩৪ ভোটে হেরে যান। জোর করে তাঁকে হারানো হয়েছে, এমনই অভিযোগ করেছিলেন হিরো আলম (Hero Alom)। ফের নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। দিয়েছেন আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এবার নয়া রাজনৈতিক দল তৈরি করার কথা জানালেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টার।

Hero Alom is not happy with BNP leader Mirza Fakhrul's comment | Sangbad Pratidin

Advertisement

সামান্য ডিস ব্যবসায়ী থেকে শর্ট ফিল্ম ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলে দিয়েছিলেন হিরো আলম। সম্প্রতি একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে প্রার্থী হন। শাসকদল আওয়ামি লিগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম। তারপর থেকেই দোষারোপ পালটা দোষারোপের পালা চলছে।

[আরও পড়ুন: যেন সাক্ষাৎ প্রেতাত্মা! মেকআপ ছাড়াই ভয়ংকর ছিলেন ‘পর্দার ভূত’ অনিরুদ্ধ, জানেন তাঁর গল্প?]

আগামীতে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কি? এমন প্রশ্ন ওঠার পর হিরো আলম জানান, কোনও রাজনৈতিক দলে যোগদান নয়, ভবিষ্যতে নিজেই নতুন দল গঠনের ইচ্ছা রয়েছে তাঁর। এখন যে সব রাজনৈতিক দল আছে, সব একইরকম ভাবে চলছে উল্লেখ করে তিনি জানান, নতুন দল তৈরি হলে তার মাধ্যমে পরিবর্তন আনতে চান। সমাজকে দিতে চান নতুন কিছু।
Hero Alom not happy with his loss in Bangladesh Election | Sangbad Pratidin

এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আলম বলেন, “সবারই স্বপ্ন থাকে দল করার। আমারও নতুন দল করার ইচ্ছা আছে। আমি দল করলে নতুন কিছু নিয়ে আসব। কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, সুষ্ঠুমতো ভোট হবে। যার যাকে ভাল লাগবে, তাঁকে ভোট দেবেন। সমাজের জন্য কাজ করবেন।” রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পালটাতে হবে। সমাজ পালটাতে হবে। নতুনদের সুযোগ দিতে হবে। এমনই মত আলমের।

আপনার মধ্যে কী এমন গুণ আছে যে মানুষ অন্যদের বাদ দিয়ে আপনাকে বেছে নেবেন, এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, “আমি সৎ পথে চলি, মানুষের পাশে দাঁড়াই, সহযোগিতা করি। মানুষ এখন ক্যাডার চায় না, সুখে–দুঃখে মানুষের পাশে থাকবেন, এমন মানুষ চায়।”

[আরও পড়ুন: ‘বিয়েটা হবে কি না জানি না’, ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট রাখা ছবি দিয়ে কেন একথা লিখলেন অঙ্কুশ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement