Advertisement
Advertisement

Breaking News

Hero Alom

এবার বলিউডে বাংলাদেশের হিরো আলম, জানেন নায়িকা কে?

নায়িকাকে পাশে নিয়েই দুবাই থেকে বড় ঘোষণা সোশাল মিডিয়া স্টারের।

Hero Alom to debut in Bollywood! | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 29, 2023 12:56 pm
  • Updated:November 29, 2023 5:38 pm  

সুকুমার সরকার, ঢাকা: ‘বলিউডে ছবি করলে দীপিকাই হবে আমার হিরোইন’, এমনটাই বলেছিলেন হিরো আলম (Hero Alom)। নাহ, দীপিকাকে নায়িকা হিসেবে পাননি তিনি। তার বদলে পেলেন রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant)। রাখির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন বাংলাদেশের সোশাল মিডিয়া তারকা। দুবাই থেকে এই ঘোষণা করেন তিনি। ঘোষণার সময় নায়কের পাশেই ছিলেন রাখি।

Alom-Rakhi
বাংলাদেশে গত কয়েকটি উপ-নির্বাচনে বেশ সরব ছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন দৌড়ে তাঁর দেখা মিলছিল না। আলম কোথায়? এই প্রশ্ন উঠছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোনে হিরো আলম জানিয়েছিলেন, তিনি দুবাইয়ে আছেন। বাংলাদেশের বগুড়ার একটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেখান থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। এদিকে সোশাল মিডিয়ায় রাখি সাওয়ান্তের সঙ্গে ভিডিও শেয়ার করে বলিউড ডেবিউর কথা জানান আলম।

Advertisement

[আরও পড়ুন: ‘শ্রমিকই পারেন আনতে বন্দি দশার শেষ’, উত্তরকাশীর সাফল্যে উৎফুল্ল সুমন গাইলেন গান ]

ভিডিওতে আলম-রাখির পাশাপাশি ছিল বাংলাদেশের বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খান। ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও অস্ত্র মামলা-সহ বাংলাদেশের গোপালগঞ্জের কোটালিপাড়া থানায় ৯টি মামলা রয়েছে আরাভের বিরুদ্ধে। রাখি-আলমকে পাশে নিয়ে আরাভ জানায়, দুবাই, সিঙ্গাপুর-সহ একাধিক জায়গায় এই ছবির শুটিং হবে। টাকা সে ঢালবে।

জানা গিয়েছে, দুবাইয়ে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন হিরো আলম। তার পর রাখি সাওয়ান্তের সঙ্গে বলিউড সিনেমার কথা ঘোষণা করেন। জানান, বাংলা ও হিন্দি দুই ভাষাতেই ছবিটি তৈরি হবে। সিনেমা ঘোষণা হতেই আলমকে কাছে টেনে রাখি বলেন, “দেখো সলমন ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।”

[আরও পড়ুন: ডাক্তার পাত্রের সঙ্গে ‘গাঁটছড়া’ শ্রীপর্ণার, বিয়ে বাড়িতে এলাহি আয়োজন, কী কী ছিল মেনুতে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement