Advertisement
Advertisement
Jawan At Delhi

সারা দেশে চরম উন্মাদনা, অথচ রাজধানীর এই হলগুলিতে দেখা যাবে না শাহরুখের ছবি!

কিন্তু কেন?

Here's why you won't be able to watch SRK's Jawan at these Delhi theatres | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 5, 2023 8:48 pm
  • Updated:September 5, 2023 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তারপরই ‘ফাটা পোস্টার নিকলা জওয়ান’। শাহরুখ খানের ছবি ঘিরে সারা দেশে চরম উন্মাদনা। এই শহর কলকাতায় ‘জওয়ান’-এর (Jawan) প্রথম শো বৃহস্পতিবার ভোর পাঁচটায়। আবার রায়গঞ্জে নাকি শুক্রবার ভোররাত সোয়া দুটো নাগাদই ছবির প্রথম শোয়ের ব্যবস্থা করে ফেলেছে কল্যাণী মাল্টিপ্লেক্স। কিন্তু রাজধানী দিল্লির বেশ কয়েকটি সিনেমা হলে নাকি উইকএন্ড শো দেখার সুযোগ দর্শকরা পাবেন না।

Shah Rukh Khan

Advertisement

কিন্তু কেন?
কারণ G20 সামিট (G20 Summit)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে এই সামিট হবে। দেশের তাবড় রাজনীতিবিদদের পাশাপাশি বিদেশের গণ্যমান্য ব্যক্তিত্বরাও থাকবেন। তাই ৮ তারিখ থেকেই দিল্লিতে নানা জায়গায় বিধিনিষেধ থাকছে বলেই খবর। এমন পরিস্থিতিতে PVR প্লাজা, INOX ওডিয়ন, PVR রিভলি, PVR ECX-এর মতো মাল্টিপ্লেক্স গুলিতে যাওয়া সাধারণ মানুষের পক্ষে বেশ সমস্যার। সেই কারণেই নাকি এই সিনেমা হলগুলিতে উইকএন্ড অর্থাৎ সপ্তাহান্তের শো বন্ধ রাখা হচ্ছে।

[আরও পড়ুন: ভোর ৫টায় ‘জওয়ান’-এর প্রথম শো! কলকাতার কোন সিনেমা হলে সকাল সকাল শাহরুখ ঝড়?]

যদিও ৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার গোটা দেশের মতো দিল্লিতেও ধুমধাম করে শাহরুখের (Shah Rukh Khan) ‘জওয়ান’ মুক্তি পাবে। আর সেদিনই নাকি বেশিরভাগ মানুষ ছবি দেখে ফেলার চেষ্টা করছেন। তাই বেশিরভাগ শো-ই হাউসফুল। সাতটি বদলের বিনিময়ে সেন্সরের U/A সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’। শোনা গিয়েছে, ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। ছবির একটি জায়গায় ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা বদল করে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে। ‘পয়দা হোকে’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল ছবিতে। তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। 

Jawan-Shahrukh

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ট্রেলারেও রয়েছেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।

[আরও পড়ুন: দেশের নাম বদলের প্রস্তাবে সায়! অমিতাভের ‘ভারতমাতা কি জয়’ স্লোগান ঘিরে জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement