Advertisement
Advertisement

Breaking News

Rakul Preet Jackky Wedding

মোদির জন্যই ভেস্তে গেল রকুলপ্রীত-জ্যাকির বিয়ের প্ল্যান? ৬ মাসের প্রস্তুতি বিশ বাঁও জলে!

কেন ভেস্তে গেল তারকাজুটির বিয়ের আয়োজন?

Here's why Rakul Preet, Jackky Bhagnani changed their wedding venue | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 31, 2024 7:23 pm
  • Updated:January 31, 2024 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। সেই শুভ কাজের আগে সম্প্রতি রামের আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন হবু বর-কনে। কিন্তু এবার শোনা যাচ্ছে, রকুলপ্রীত-জ্যাকির (Rakul Preet, Jackky Bhagnani) বিয়ের প্ল্যান নাকি ভেস্তে গিয়েছে। তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ এক আর্জির জন্যই!

ঠিক কী ঘটেছে? বলিউডের আর পাঁচজন তারকার মতো রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানিও ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান করেছিলেন। প্রথমটায় গোয়ার কথা শোনা গেলেও পরে জানা গিয়েছিল যে, বলিপাড়ার এই তারকাজুটি নাকি মধ্যপ্রাচ্যের কোনও একটা দেশে কড়া নিরাপত্তা বেষ্টনীতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। বিগত ৬ মাস ধরেই সেই অনুযায়ী আয়োজনও চলছিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের। কিন্তু অন্তিম লগ্নে এসে বাঁধ সাধে প্রধানমন্ত্রীর বিশেষ আর্জি।

Advertisement

গত ডিসেম্বর মাসেই দেশের উচ্চবিত্ত পরিবারগুলোর কাছে ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে ভারতকেই বেছে নেওয়ার আর্জি জানিয়েছিলেন মোদি। তাঁর কথায়, দেশে এত সুন্দর জায়গা রয়েছে, তাই ভারতীয় টুরিজমের অগ্রগতির জন্য সকলে যেন এখানেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করেন। সূত্রের খবর, সেই নির্দেশ মেনেই নাকি রকুলপ্রীত-জ্যাকি মধ্যপ্রাচ্যে বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন। ডিসেম্বর মাসের মাঝামাঝিই নতুন প্ল্যান করেন তারকাজুটি।

[আরও পড়ুন: হোটেলে গিয়ে দুর্ঘটনা! রক্তারক্তি কাণ্ড সৌমিতৃষার, হাসপাতালে ছুটতে হল মিঠাইকে]

আগামী ২২ ফেব্রুয়ারি গোয়াতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রকুলপ্রীত, জ্যাকি ভাগনানি। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে যে, এই বিয়ে করেন তো, সেই ছাদনাতলায় বসেন! তবে এবার খবর একেবারে পাকা। সূত্র বলছে, দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। হাইপ্রোফাইল ওয়েডিং প্ল্যানারদের হাতেই সেজে উঠবে বিবাহ আসর। সেদিকে কড়া নজর রয়েছে রকুলপ্রীত-জ্যাকির।

[আরও পড়ুন: তিরুপতি চত্বরে শুটিং করতে গিয়ে বিপত্তি! মাশুলও গুনতে হল ধনুষকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement