Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

পার্টিতে শাহরুখের হাতে ‘সাপ’ ধরালেন অনন্ত আম্বানি! ‘মানেকা গান্ধী কোথায়?’ প্রশ্ন নেটপাড়ার

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখ-অনন্তের ভিডিও।

Here is why Shah Rukh Khan and Anant Ambani video is viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 19, 2023 2:58 pm
  • Updated:November 19, 2023 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ সন্তানের জন্মদিনের পার্টি। পার্টিতে শাহরুখ খান (Shah Rukh Khan)। যাঁর হাতে সাপ ধরানোর অভিযোগ উঠল অনন্ত আম্বানির বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

SRK

Advertisement

শাহরুখ খানের এক ফ্যান পেজ থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি। ভিডিওতে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। আচমকাই অনন্ত নিজের হাতে ধরে থাকা সাপটি বাদশার হাতে দিয়ে দেন। আরেকটি সাপ আবার পিছন থেকে কিং খানের ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan Universe (@srkuniverse)

[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ধুম’ সিনেমার পরিচালক সঞ্জয় গাধভী]

সাপ দুটি আসল না নকল, তা জানা সম্ভব হয়নি। তবে ভিডিও দেখে নেটপাড়ার টিপ্পনি শুরু হয়ে যায়। লেখা হয়, “এলভিস যাদব জোগান দিয়েছে নাকি? এবার মানেকা গান্ধী কোথায়?”  একজন আবার লেখেন, “অনন্ত আম্বানি এই কাজ করেছে বলে বন্যপ্রাণী রক্ষাকারীরা ভয় পেয়ে গিয়েছে… শাহরুখ করলে ঝাঁপিয়ে পড়ত।”

SRK-Snake-reaction-1

“এটা কী ধরনের পার্টি?” সেই প্রশ্নও করা হয়। “এবার কি আর কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবে না?” এমন কথাও লেখা হয় ভিডিওর কমেন্ট বক্সে।  অবশ্য অনেকে বিষয়টিকে হালকাভাবেও নিয়েছেন। ১৪ হাজারেরও বেশি লাইক রয়েছে শাহরুখ-অনন্তের এই ভিডিওতে।  

SRK-Snake-reaction

[আরও পড়ুন: ললিত মোদিকে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন? সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement