Advertisement
Advertisement
Salman Khan

বার বার হত্যার হুমকি! প্রাণে বাঁচতে কঠিন সিদ্ধান্ত সলমনের

কী বললেন ভাইজান?

Here is why Salman Khan shifted his birth day party to his house from farm house| Sangbad Pratidin

সলমন খান। ছবি- ইনস্টাগ্রাম

Published by: Akash Misra
  • Posted:December 28, 2023 9:24 pm
  • Updated:December 28, 2023 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ৫৮ বছরে পা রাখলেন সলমন খান। ঘনিষ্ঠদের নিয়ে গ্যালাক্সিতেই জমিয়ে পার্টি করলেন ভাইজান। তবে এবারের পার্টিটা সারলেন কড়া নিরাপত্তায়। লরেন্স বিষ্ণোই গ্যাং বার বার প্রাণনাশের হুমকি দিয়েছে ভাইজানকে। মনে তাঁর বড্ড ভয়। আর তাই তো সব সময় সলমনের সঙ্গে ওয়াই প্লাস নিরাপত্তা।

প্রতিবার ফার্ম হাউসে বার্থডে সেলিব্রেট করেন সলমন। তবে প্রাণনাশের হুমকির ভয়েই এবারের জন্মদিনটা নাকি নিজের বাড়িতেই করেছেন। সূত্রের খবর সলমন নাকি সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে যে কোনও উৎসবে বাড়িতেই থাকবেন। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকবে সলমনের বাড়িতেও।

Advertisement

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

প্রসঙ্গত, জন্মদিনের সন্ধ্যায় চিরাচরিত প্রথায় সন্ধেবেলা পরিবারের সদস্যদের নিয়ে গ্যালাক্সির বারান্দায় হাজির সলমন খান। সালাম, নমস্তে ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ভালোবাসাও প্রকাশ করতে দেখা গেল ভাইজানকে। পাশেই দাঁড়িয়ে বাবা সেলিম খান। সলমনের পরনে ছিল ধূসর রঙের ক্যাজুয়াল টিশার্ট। হাত তুলে হাসিমুখেই অনুরাগীদের ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে বলিউড সুপারস্টারকে। উপস্থিত অনুরাগীদের তখন সে কী উল্লাস!

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement