সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই নিজের নাম পালটে ফেললেন প্রতীক বাব্বর। সাধারণত এই কাজ জ্যোতিষ মেনে করা হয়। তবে প্রতীকের নাম বদলের তা বাদে আরও এক কারণ রয়েছে। নিজের নামের সঙ্গে মা স্মিতা পাটিলের (Smita Patil) পদবী যুক্ত করলেন অভিনেতা।
এবার থেকে তাঁর নাম হবে প্রতীক পাটিল বাব্বর (Prateik Patil Babbar) এমনটাই জানিয়েছেন প্রতীক। তাঁর বক্তব্য, জ্যোতিষ মত ছাড়াও তাঁর নাম বদলের আরও একটি কারণ রয়েছে। প্রয়াত মায়ের পদবী নিজের নামের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন অভিনেতা। আর এর মাধ্যমে নিজের পরিবার, কাছের মানুষজন, দাদু-দিদাকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের ঐতিহ্য বহন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনেতা-রাজনীতিবিদ রাজ বাব্বর এবং অভিনেত্রী স্মিতা পাটিলের সন্তান প্রতীক। শোনা যায়, ‘ভিগি পলকে’ সিনেমার সেটে দুই তারকার সম্পর্ক শুরু হয়। স্মিতাকে বিয়ে করতে নাকি রাজ নিজের স্ত্রী নাদিরাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মাত্র ৩১ বছর বয়সে মৃত্যু হয় স্মিতা পাটিলের।
এর আগে প্রতীক জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর তিনি দাদু-দিদার কাছেই থাকতেন। বাবা অন্য পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতেন। তাই বাবার সঙ্গে ছোটবেলায় প্রতীকের সম্পর্ক ভাল ছিল না। কিন্তু এখন প্রতীকের সঙ্গে রাজ ও তাঁর পরিবারের খুবই ভাল সম্পর্ক। ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন প্রতীক। তারপর থেকে ‘বাগী ২’, ‘ছিছোড়ে’, ‘বচ্চন পাণ্ডে’, ‘ইন্ডিয়া লকডাউন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘ফোর মোর শটস প্লিজ!’, ‘চক্রব্যূহ’র মতো সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.