Advertisement
Advertisement
Mithun Chakraborty on Bappi Lahiri

কেন বাপি লাহিড়ীর শেষকৃত্যে যোগ দেননি, জানালেন মিঠুন চক্রবর্তী

বেঙ্গালুরুতে থাকাকালীন প্রিয় বন্ধুর প্রয়াণের খবর পান মহাগুরু।

Here is why Mithun Chakraborty didn't attend Bappi Lahiri's funeral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 18, 2022 9:16 pm
  • Updated:February 18, 2022 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাপি লাহিড়ীর (Bappi Lahiri) গান, আর মিঠুন চক্রবর্তীর নাচ। এই ছিল আটের দশকের ব্লকবাস্টার জুটি। সেই জুটি ভাঙল ১৫ ফেব্রুয়ারি। প্রয়াত বলিউডের ‘ডিস্কো কিং’ বাপি লাহিড়ী। এখবর এখনও মেনে নিতে পারেননি মিঠুন চক্রবর্তী। প্রিয় বন্ধুর শেষকৃত্যেও যোগ দেননি। কেন? সেকথা জানালেন এতদিন বাদে।

Actor Mithun Chakraborty reminisced Legendary music director Bappi Lahiri

Advertisement

বলিউডে অন্য ধারার নাচ নিয়ে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সে শিল্প যে আলাদা সেটা বাপি লাহিড়ী খুব ভালভাবে বুঝতে পারতেন বলেই সংবাদ সংস্থা পিটিআইকে জানান মহাগুরু। খুব ভাল বন্ধুত্ব ছিল দু’জনের মধ্যে। ঘণ্টার পর ঘণ্টা নাকি চলত আড্ডা। বেঙ্গালুরুতে থাকাকালীন প্রিয় সেই বন্ধুর মৃত্যুর খবরে প্রবল দুঃখ পান মিঠুন। ‘বাপিদা’র নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না তিনি। এভাবে বন্ধুকে দেখতেও চাননি। তাঁর হাসিমুখটাই মনে রাখতে চেয়েছেন। সেই কারণেই বাপি লাহিড়ীর শেষকৃত্যে যোগ দেননি বলে জানান মিঠুন চক্রবর্তী। 

[আরও পড়ুন: ‘কমরেডের মেয়ের এই হাল!’, গোয়ার সৈকতে বিকিনি পরা ঊষসীকে দেখে কটাক্ষ নেটিজেনদের]

গত মঙ্গলবার রাত ১১.৪৫ নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপি লাহিড়ী। হাসপাতালের ডিরেক্টর ড. দীপক নমযোশী জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ সংগীত পরিচালক। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ভরতি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখান থেকে সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার থেকে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। OSA তথা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে সেখানেই রাত ১১.৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ডিস্কো কিং। 

Bappi Lahiri

ট্রেন্ড সেটার ছিলেন বাপি লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এমনটাই মনে করেন অনেকে।   ওপেন স্টেজেও প্রয়াত শিল্পী ছিলেন অনবদ্য, জানান মহাগুরু। বম্বের কারজাতে তাঁর ফার্ম হাউসেও আসতেন বাপি লাহিড়ী। সেখানেও হত আড্ডা। 

Actor Mithun Chakraborty reminisced Legendary music director Bappi Lahiri | Sangbad Pratidin

[আরও পড়ুন: দেশের সবেচেয়ে বেশি করদাতাদের তালিকায় বাপি লাহিড়ী! কত সম্পত্তি রেখে গেলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement