Advertisement
Advertisement

Breaking News

Kabir Suman

নিজের তৈরি রাগ চুরি, হাসপাতাল থেকে ক্ষোভে ফেটে পড়লেন কবীর সুমন

কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সুমন?

Here is why Kabir Suman shares this post from Hospital | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 4, 2021 9:08 pm
  • Updated:July 4, 2021 11:02 pm  

অভিরূপ দাস: অসুস্থ ‘গানওয়ালা’। SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এই সুযোগেই চুরি হয়ে গিয়েছে তাঁর তৈরি করা আস্ত একটি রাগ। যা নিয়ে হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কবীর সুমন (Kabir Suman)।

বছরখানেক আগে ‘আহীর বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন সুমন। ফেসবুকে তা জানিয়েওছিলেন। সে সময় সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তি যোগাযোগ করেন সুমনের সঙ্গে। ঐ রাগটি বাজাতে চাওয়ার অনুমতি চান। কবীর সুমন তাঁকে অনুমতি দেন। রাগটি তুলে নিয়ে তা তবলায় সুমনকে বাজিয়ে শুনিয়েছিলেন সুভদ্রকল্যাণ। তারপরই বাঁধে বিপত্তি। ‘গানওয়ালা’র অভিযোগ, ওই ব্যক্তি এখন বলে বেড়াচ্ছেন ‘আহীর বৈরাগী’ রাগটি নাকি তাঁরই সৃষ্টি। সুমন এও জানিয়েছেন, আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেছেন ওই ব্যাক্তি।

Advertisement

 

[আরও পড়ুন: শুটিং করতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা রাজদীপ গুপ্ত]

এরপরই সুমন লেখেন, “এমন ঘটনা তাঁর চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়তো। আজ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিকিৎসক সেবক সেবিকে স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায় সেরে উঠছি কলকাতার SSKM হাসপাতালে। আমি সেরে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবো। আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত। আশা করছি সুভদ্রকল্যাণ রাণা হিংসা হানাহানি মিথ্যাচারে নয় সংগীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গিতসঙ্গ করবেন। সুরে তালে লয়ে থাকুন।শান্তি!” কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন শিল্পী।

Here is why Kabir Suman shares this post from SSKM Hospital

উল্লেখ্য, ৭ দিন ধরে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন সুমন। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৌমিত্র ঘোষ অধীনে চিকিৎসা চলছে তাঁর। ফুসফুসে সংক্রমণ ছিল গায়কের। নেমে গিয়েছিল অক্সিজেন স্যাচুরেশন। একসময়ে ৬ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। খেতে পারছিলেন না কিচ্ছু। হাসপাতাল সূত্রে খবর, আপাতত অনেকটাই সুস্থ কবীর সুমন। গলায় ব্যথা কমে গিয়েছে। স্বাভাবিক ভাবেই খেতে পারছেন। আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, আগামী ৭২ ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে শিল্পীকে। তবে আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: বিজ্ঞাপনের শুটিং না করে ফিরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কীসের প্রতিবাদে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement