Advertisement
Advertisement

Breaking News

Diwali 2020

করোনা নয়, এই বিশেষ কারণে দিওয়ালির উৎসব থেকে নিজেকে দূরে রাখবেন অমিতাভ বচ্চন

পার্টির আয়োজন করবেন না একতা কাপুরও।

Bangla News of Diwali 2020: Here is why Amitabh Bachchan, Ekta Kapoor will not host Diwali Party this year | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 2, 2020 4:40 pm
  • Updated:November 2, 2020 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (CoronaVirus) আবহে এবার উৎসবের মরশুম বেশ ফিকে। কোনওমতে দুর্গাপুজো (Durga Puja 2020) কাটিয়েছে বাঙালি। পুজোর ঠিক আগেই হাই কোর্টের নির্দেশে প্যান্ডেলে ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছে। ভারচুয়াল দর্শনেই মনের সাধ মিটিয়েছেন অনেকে। জগদ্ধাত্রী পুজোতেও (Jagadhatri Puja 2020) রয়েছে বিধিনিষেধ। এমত অবস্থায় দিওয়ালি আসন্ন। অন্যান্যবার দিওয়ালিতে (Diwali 2020) মুম্বইয়ের গ্ল্যামার জগতের দিকে নজর থাকে সিনেপ্রেমীদের। কে কার পার্টিতে সেজেগুজে গেলেন, তা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না। বলিউডের দিওয়ালি পার্টিগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথমের সারিতে থাকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং একতা কাপুরের (Ekta Kapoor) বাড়ির আয়োজন।

বিগ বির ডাকে বলিউডের ‘হুজ হু’র ক্ষণিকের জন্য হলেও উপস্থিত হয়ে যান জলসায়। অন্যদিকে একতা কাপুরের দিওয়ালি পার্টিতে ভিড় জমান হিন্দি টেলিভিশনের তারকারা। তাঁদের জনপ্রিয়তাও বলিউড তারকাদের চাইতে কোনও অংশে কম নয়। কিন্তু সূত্রের খবর মানলে, মায়ানগরীর এই গ্ল্যামারের ছটা এবারে দেখা যাবে না। তার একটি কারণ অবশ্য করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। আরও একটি কারণ রয়েছে। তা হল কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) প্রয়াণ।

Advertisement

[আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে অভিনব উদ্যোগ ফ্যান ক্লাবের, অতীতের ছবি পোস্ট মেয়ে সুহানার]

ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর। চলতি ৩০ এপ্রিল মৃত্যু হয় তাঁর। বয়সে ১০ বছরের ছোট ঋষি কাপুরকে স্নেহ করতেন অমিতাভ। দু’জনে একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাছাড়াও ঋষি কাপুরের সঙ্গে অমিতাভের পারিবারিক সম্পর্ক রয়েছে। অমিতাভকন্যা শ্বেতা নন্দা বচ্চনের মামাশ্বশুর ঋষি কাপুর। ঋষির বোন ঋতু নন্দার ছেলে নিখিলকে বিয়ে করেছেন শ্বেতা। একতা কাপুরের পরিবারের সঙ্গেও ঋষি কাপুরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

চলতি বছরটা এমনিতেই বলিউডের পক্ষে যায়নি। ঋষি কাপুরের মৃত্যুর ঠিক একদিন আগেই কোলন ইনফেকশনের কারণে প্রয়াত হন ইরফান খান (Irrfan Khan)। দীর্ঘদিন ধরে নিউরো এন্ডোক্রিন টিউমারে ভুগছিলেন ইরফান। এরপর ১৪ জুন আবার সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই মাদক যোগ, নেপোটিজম, ফেভারিটজমের মতো বিষয়বস্তু নিয়ে জর্জরিত বলিউড। তাই উৎসব এবার শুধু নিয়মরক্ষা।

[আরও পড়ুন: বিতর্কিত ভিডিও, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে জেলে পাঠানোর হুমকি কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement