Advertisement
Advertisement

Breaking News

Prosenjit Chatterjee

বিজ্ঞাপনের শুটিং না করে ফিরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কীসের প্রতিবাদে?

কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি'?

Here is why actor Prosenjit Chatterjee cancelled shooting of advertisement | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 4, 2021 7:03 pm
  • Updated:July 4, 2021 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ হিসেবে সম্বোধন করা হয় তাঁকে। স্টুডিওপাড়ার অভিভাবক হিসেবেই মনে করা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) মানেই পেশাদারিত্ব। সাক্ষাৎকার হোক বা শুটিং, একেবারে সঠিক সময়েই হাজির হয়ে যান ক্যামেরার সামনে। এহেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজ্ঞাপনের শুটিং না করেই ফিরে গেলেন বাড়িতে। কারণ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) সঙ্গে আলোচনা না করেই শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। ফেডারেশনের কোনও কলাকুশলী সেখানে উপস্থিত ছিলেন না। আর তা জানতে পেরেই শুটিং বাতিল করে দেন প্রসেনজিৎ। ফেসবুকে সিনে ফেডারেশনের পক্ষ থেকে এর জন্য অভিনেতাকে ধন্যবাদ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: সিক্ত শরীরে ক্যামেরার সামনে ‘মধুবালা’ হয়ে হাজির শ্রীলেখা মিত্র, দেখেছেন ছবিটি?]

ফেডারেশনের পোস্টের সৌজন্যেই খবরটি প্রকাশ্যে আসে। সেখানে জানানো হয়েছে, নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং ছিল। লাইট-ক্যামেরা রেডিই ছিল, শুধু অ্যাকশন বলার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু ফ্লোরে গিয়ে প্রসেনজিৎ জানতে পারেন ফেডারেশনের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই শুটিংয়ের আয়োজন হয়েছিল। ফেডারেশনের কোনও কলাকুশলীকেও রাখা হয়নি ফ্লোরে। তখনই বিষয়টি তিনি ফেডারেশনকে জানান। সিনে ফেডারেশনের কলাকুশলীদের নিয়েই শুটিং করতে চান। আর তার জন্য অন্য একটি ডেট দিতে প্রস্তুত আছেন বলেই জানান টলিউডের সুপারস্টার। খবরটি জানিয়ে ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়, “আমরা সাধুবাদ জানাই বুম্বাদার এই মহানুভবতাকে। অনেকেই এখন ক্ষমতার অলিন্দে বসে প্রতিনিয়ত কলাকুশলীদের সমালোচনা করেন, বিপদের দিনে পাশে দাঁড়িয়ে কলাকুশলীদের সাথে দুঃখ কষ্ট ভাগ করে নেবার ন্যূনতম প্রয়োজনীয়তা ও বোধ করেন না, ভুলে যান যে তাঁরাও কিন্তু কলাকুশলীদের উপরেই নির্ভরশীল! অথচ সৌজন্যের ধার ও ধারেন না এই মানুষগুলো। শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। ফেডারেশনের সমস্ত কলাকুশলীদের পক্ষ থেকে তাঁকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ!”

Advertisement

FCTWEI post about Prosenjit Chatterjee

[আরও পড়ুন: অমিতাভ বচ্চনের সাধের বাড়ির একাংশ ভাঙার নির্দেশ! BMC’র নোটিসে বিপাকে বিগ বি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement