Advertisement
Advertisement

Breaking News

Ira Khan Reception Kiran Rao

ইরার রিসেপশনে এলেন না আমিরের প্রাক্তন কিরণ, ফের অশান্তি? জবাব দিলেন আমির

এর আগে তো আমিরকন্যার বিয়ের সমস্ত অনুষ্ঠানে সক্রিয় ছিলেন কিরণ রাও!

Here is why Aamir Khan's Ex-Wife Kiran Rao Gives Ira's Reception A Miss | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 14, 2024 12:09 pm
  • Updated:January 14, 2024 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমন দাবি করেছিলেন আমির খান (Aamir Khan)। তাঁর বলা প্রত্যেকটি কথা যে সত্য, তা ইরা খানের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। দুই প্রাক্তন স্ত্রীকে সঙ্গে নিয়েই ইরার বিয়ের যাবতীয় দায়িত্ব সামলেছেন আমির। কিন্তু ইরা-নূপুরের মুম্বই রিসেপশনে কিরণ রাওকে (Kiran Rao) দেখা গেল না। কারণ কী?

Ira-Reception

Advertisement

বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেয়েছেন আমির। তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তাঁর। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাঁদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির।

[আরও পড়ুন: আমিরকন্যা ইরার রিসেপশনেও ‘অ্যাংগ্রি’ জয়া, এবার কেন মেজাজ হারালেন? দেখুন ভিডিও]

২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন আমির ও কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। কিন্তু সম্পর্ক ভাঙার পরও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বলেই দাবি আমিরের।

Aamir-Family

ইরার বিয়েতে শুরু থেকেই ফোর ফ্রন্টে ছিলেন কিরণ। আমিরের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন, আবার মাইক হাতে গানও গেয়েছেন। গোটা পরিবারকে সঙ্গে নিয়ে আমিরকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। আচমকা কী হল? কেন ইরার মুম্বই রিসেপশনে এলেন না কিরণ? তাহলে কি বিয়ের অনুষ্ঠানের মাঝেই কোনও মনোমালিন্য হয়েছে। প্রশ্নের উত্তর আমিরই দিয়েছেন। জানিয়েছেন, কিরণের শরীর খারাপ। তাই আসতে পারেননি। তবে আমির নিজের দায়িত্ব পালন করেছেন। কিরণের পরিচালনায় তৈরি সিনেমা ‘লাপাতা লেডিজ’-এর অভিনেতাদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

[আরও পড়ুন: আমিরকন্যা ইরার রিসেপশনে শাহরুখ-সলমন, আর কারা নজর কাড়লেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement