সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। কিন্তু এখনও কিছু সিনেমা বাকি। বুধবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th KIFF) দেখতে পারেন ‘ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাস’। উইসাম শরাফ পরিচালিত এই ছবিতে ইথিওপিয়ার এক পরিচারিকা ও সিরিয়ার উদ্বাস্তুর প্রেমের কাহিনি রহস্যের মোড়কে দেখানো হয়েছে। সকাল সাড়ে এগারোটায় নন্দন ১ প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
এই প্রেক্ষাগৃহেই আবার বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা যাবে ফাতিহ আকিন পরিচালিত জার্মান ছবি ‘রেইনগোল্ড’। জার্মান হিপ-হপ ব়্যাপার গিওয়ার হাজাবির কাহিনি দেখানো হয়েছে সিনেমায়। যাঁকে একসময় জেলও খাটতে হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, অরুন্ধতী দেবী অভিনীত ‘ক্ষুধিত পাষাণ’ যদি বড়পর্দায় দেখতে চান তাহলে সকাল সাড়ে এগারোটায় পৌঁছে যাবেন নন্দন ৩ প্রেক্ষাগৃহে। ১৯৬০ সালে মুক্তি পেয়েছিল তপন সিংহ পরিচালিত ছবিটি।
বুধবার রবীন্দ্রসদনে সকাল এগারোটায় দেখা যাবে ‘হিজাব’। ছবিটি পরিচালনা করেছেন ইসমাইল মুদুশেড্ডে। মানবতাই সবচেয়ে বড় ধর্ম, সেই বার্তাই নিজের ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
আগামী ৩০ ডিসেম্বর Zee5 প্ল্যাটফর্মে দেখা যাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘উত্তরণ’।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়নী ঘোষ এবং ঋতব্রত মুখোপাধ্যায়। ওয়েব প্ল্যাটফর্মে আসার আগেই রবীন্দ্রসদনে ছবিটি দেখে নিতে পারেন। সন্ধে সাড়ে ছ’টায় রয়েছে শো। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। তাতে ভাইরাসের প্রভাবে জীবনের পালটে যাওয়া যেমন দেখানো হয়েছে, তেমনই থ্রিলারের আভাসও মিলেছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.