সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রিসভার বৈঠক শেষ। নিজের ঘরেই বসেছিলেন মুখ্যমন্ত্রী। পরিচিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। আচমকা তাঁর আগমন। দেখেই সাংবাদিকদের ঠোঁটের কোনে হাসির ঝলক। মুখে একটাই কথা ‘হ্যালো স্যার’। হ্যাঁ, ‘আবার প্রলয়’-এর সৌজন্য এই উপাধি পেয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর কাজের প্রশংসা এখন চারদিকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা পেলেন নৈহাটির বিধায়ক।
নাটকের চর্চা সেচমন্ত্রীর বরাবর। পরিচালক তথা সহ-বিধায়ক রাজ চক্রবর্তীর তা নজর এড়ায়নি। তাঁর সৌজন্যেই ‘আবার প্রলয়’-এর করালিবাবুর প্রাপ্তি। যার ‘হ্যালো স্যার’ মিম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেচমন্ত্রী যে এত ভাল অভিনয় করতে পারেন তা জানা ছিল না। এখন এমনটাই বলছেন অনেকে। পার্থবাবুর অভিনয়ের এই সুখ্যাতি যে নবান্নেও পৌঁছেছে তা সোমবার বোঝা গেল।
সংবাদিকদের মুখে ‘হ্যালো স্যার’ শুনেই বিব্রত হয়েছিলেন পার্থ ভৌমিক। মুখে আঙুল দিয়ে তাঁদের চুপ করতে বলেছিলেন। ততক্ষণে মুখ্যমন্ত্রীর নজরে পড়ে গিয়েছেন তৃণমূল নেতা। “শুনলাম তুই নাকি খুব ভাল কাজ করেছিস। এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এ সব করতে পেরেছিস জেনে ভালই লাগল”, বলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের একজন আবার মুখ্যমন্ত্রীকে পার্থবাবুর কাজ দেখার অনুরোধ করেন। তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের কেউ যদি শিল্প, সাহিত্য জগতে ভাল কাজ করতে পারে, তাঁর বড় ভাল লাগে। কথার মাঝেই মুখ্যমন্ত্রী পা ছুঁয়ে আশীর্বাদ নেন পার্থ ভৌমিক।
শোনা যায়, ‘আবার প্রলয়’-এর শুটিংয়ের কথা মুখ্যমন্ত্রীকে জানাননি পার্থবাবু। পরিবারকে নিয়ে সুন্দরবন বেড়াতে যাবেন বলে ছুটি নিয়েছিলেন। মাত্র চারদিনের মধ্যে শুটিং শেষ করেই আবার কাজে যোগ দিয়েছেন। তবে অফার পেলেও আপাতত আর কোনও সিনেমা বা ওয়েব সিরিজে নাকি কাজ করবেন না সেচমন্ত্রী। শোনা যাচ্ছে, আগামী বছরের ১২ মার্চ পর্যন্ত থিয়েটারটা শুধু চালিয়ে যাবেন। তারপর রাজনৈতিক দায়িত্বে মনোনিবেশ করবেন। কারণ তখন ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.