সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তুতির জন্য সময় চাই। এই কারণেই ‘বাঘা যতীন’ সিনেমার শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। শনিবার থেকেই শোনা যাচ্ছিল এমন খবর? আসল ব্যাপারটা কী, জানাল তারকার টিম।
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন। গত ১৫ আগস্ট ‘বাঘা যতীন’ (Baghajatin movie) ছবির ঝলক প্রকাশ করে একথা জানিয়েছিলেন দেব। অরুণ রায়ের পরিচালনায় ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি শোনা যায়, ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্স এবং অন্যান্য কাজের জন্য সময় প্রয়োজন, সেই কারণেই নাকি ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।
‘বাঘা যতীন’ ছবির প্রস্তুতি সম্পূর্ণ করে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করতে চান অভিনেতা-প্রযোজক দেব। এমন খবরই শোনা গিয়েছিল। ব্যাপার কী? তা জানতে ফোন করা হয়েছিল দেবের টিমের সদস্যকে। সংবাদ প্রতিদিনকে তিনি জানান, এমন কোনও খবর তাঁর কাছে অন্তত নেই। আগামী বছরের জানুয়ারি মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
অকুতোভয় বাঘা যতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব।
২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।
“যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না “
৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা,
বাংলার বীর – বাঘাযতীন।#ArunRoy @nilayanofficial @RoyAnindit @DEV_PvtLtd#Baghajatin #75YearsOfIndependence pic.twitter.com/68XjEBba90— Dev (@idevadhikari) August 15, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.