Advertisement
Advertisement
Dev on Mithun Chakraborty

‘গদ্দার’ শব্দে আপত্তি! ‘চাইলে মিঠুনদাকে কিডনি দিতে পারি’, সাফ কথা দেবের

ফের রাজনৈতিক সৌজন্যবোধের পাঠ দিলেন তৃণমূলের স্টার প্রার্থী। কী বললেন?

Here is what Dev said on Mithun Chakraborty amidst Lok Sabha Election 2024
Published by: Sandipta Bhanja
  • Posted:April 26, 2024 9:51 am
  • Updated:April 26, 2024 11:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্য কাকে বলে? প্রতিদ্বন্দ্বী শিবিরকে নিয়েও তেমন কটু কথা শোনা যায়নি তাঁর মুখে। যা কিনা বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে বিরল। এবার ‘পিতৃসম’ মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গদ্দার কটাক্ষ নিয়ে মুখ খুললেন দেব (Dev)।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা বলেছিলেন, এখন তাঁকে বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা যাচ্ছে। ঘাটালে ব্লকবাস্টার প্রচারের ফাঁকে বালুরঘাট, রায়গঞ্জ, হাওড়াতেও প্রচার করতে দেখা গিয়েছে দেবকে। এসবের ফাঁকেই বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের স্টুডিওতে হাজির হয়ে ফের রাজনৈতিক সৌজন্যবোধের পাঠ দিতে দেখা গেল তৃণমূলের স্টার প্রার্থীকে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে ‘গদ্দার’ বলে আক্রমণ করেন ভোটপ্রচারের ময়দানে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “এই মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু তখন তো জানতাম না ও এত বড় গদ্দার। এপ্রসঙ্গে দেবকে জিজ্ঞেস করা হলে স্ট্রেট ব্যাটে খেলেন তিনি।

Advertisement
West Bengal Lok Sabha Election 2024: Chaos ahead of TMC candidate Dev's Keshpur poll rally
কেশপুরে দেবের প্রচার। ছবি: নিতাই রক্ষিত

সঞ্চালকের উদ্দেশে দেব সোজাসাপটা বলেন, “এই শব্দগুলো আমার খুব একটা ভালো লাগে না। দিদির এই ফুটেজটা দেখালে, মোদিজীর ফুটেজও দেখাও। যেখানে উনি দিদি ও দিদি বলছেন। যে ইভটিজিংটা হচ্ছে। প্রধানমন্ত্রীর মতো একজন মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে একথা বলছেন। হাজার হাজার মানুষ মঞ্চ থেকে সেকথাটা শুনছে। সেটা দাদা হোক বা দিদি। নির্বাচন এলেই তো আমরা হিন্দু-মুসলিম হয়ে যাই। আমি এই শব্দগুলোর বিরুদ্ধে।” ব়্যাপিড ফায়ার রাউন্ডে দেব বলেন, “মিঠুনদা আমার বাবার মতো। ওঁর শরীর খারাপ হলে আর যদি কিডনি লাগে, তাহলে আমি মিঠুনদাকে কিডনি দিতে পারি।” এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানান তৃণমূলের তারকা প্রার্থী।

[আরও পড়ুন: সলমনের বাংলোয় শ্যুটারদের বন্দুক জুগিয়েছিল কারা? পাঞ্জাব থেকে ধৃত ২ মূলচক্রী]

মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের সুসম্পর্কের কথা কারওরই অজানা নয়। সিনেইন্ডাস্ট্রি তো বটেই এমনকী রাজনৈতিক মহলেও দুই তারকা রাজনীতিকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বেজায় চর্চা। তৃণমূল-বিজেপি একে-অপরকে যতই কাদা ছোড়াছুড়ি করুক না কেন, মিঠুন-দেবের রাজনৈতিক মতাদর্শে ফারাক থাকলেও তাঁদের জুটি সুপারহিট। এপ্রসঙ্গে দেব একবার বলেছিলেন, “যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি করি না। এটা আজকের নয়, এটা আমি ১০ বছর ধরে পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছে আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাঁরা কোন দল করছে, কী ভাবছেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।” শুধু তাই নয়, দেব যখন ইডির তরফে ডাক পেয়েছিলেন তখন মিঠুনও বুকে হাত রেখে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “দেব ওরকম ছেলে নয়।” 

[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র প্রিমিয়ারে অন্তঃসত্ত্বা রিচা চাড্ডাকে জড়িয়ে কাঁদলেন রেখা! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement