সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির হাল নিয়ে চিন্তিত সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’, ‘দলে দলে বাংলা ছবি দেখুন’, ‘আমরা খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি, আপনারা দেখতে আসুন’, এমন কথায় আপত্তি রয়েছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় বেশ কড়া ভাষায় এমন মানসিকতার বিরোধিতা করলেন তিনি।
এই ধরনের কথাগুলি তাঁর শিশুসুলভ লাগে বলেই জানান সুদীপ্তা। অভিনেত্রী জানান, গৃহবধূ, রান্নার লোক বা রেস্তরাঁর রাঁধুনি কষ্ট করে রান্না করলেও সে খাবার খেতে খারাপ হলে খাওয়া হয় না। সমালোচনা করা হয়। সিনেমার ক্ষেত্রেও এমনটাই হওয়া উচিত। “সিনেমা ভাল লাগলে লোকে দেখবে, না লাগলে দেখবে না”, এমনই মত সুদীপ্তা চক্রবর্তীর।
অভিনেত্রীর কথায়, “আমরা ছোট ছোট চেষ্টা গুলোর প্রশংসা করতে ভুলে যাচ্ছি। অপেক্ষাকৃত ছোট অভিনেতা / পরিচালকদের সোশ্যাল মিডিয়া এ ঠুকে ঠুকে পোস্ট করে সাময়িক বাহবা নিয়ে আনন্দ পাচ্ছি। আর বড় প্রযোজক / পরিচালক / অভিনেতাদের টুইটারে প্রশংসা করে WhatsApp-এ / ফোনে, চায়ের আড্ডায় সমালোচনা করতে অভ্যস্ত হয়ে পড়ছি। নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি আমরা।”
সুদীপ্তা মনে করেন বাংলা চলচ্চিত্র জগতের মানুষদের এবার আয়নার সামনে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। না হলে খুবই দেরি হয়ে যাবে। ভাল লাগলে সকলের সামনে বলতে হয় আর খারাপ লাগলে আলাদা করে ডেকে বলা প্রয়োজন, ছোটবেলায় এমনটা শিখেছিলেন সুদীপ্তা। তবে একথা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে মেনে চলা হয় না বলেই মত প্রকাশ করেন অভিনেত্রী। “আমাদের বাঁচিয়ে রাখার দায় অন্য কারও নেই, কোনওদিন ছিলও না। ওটা আমাদেরই দায়িত্ব। আশা করি খুব শিগগিরিই তা বুঝতে পারব”, ফেসবুকে একথাই লেখেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.