সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা পথে তিনি হাঁটার মানুষ নন। আবার স্রোতে ভেসে গতিপথ পালটেও ফেলেন না। নিজের পথ নিজেই তৈরি করতে পছন্দ করেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আগেও কট্টর বামপন্থী ছিলেন, এখনও তাই। তাঁর মতে, লাল পতাকাকে সমর্থন করতে গেলে শিক্ষার প্রয়োজন হয়। বাম মঞ্চ থেকেই বক্তব্য রাখার ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন, “আর কিছু বলার প্রয়োজন নেই”। আর এরপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, তবে কি রাজনীতিতে নাম লেখাচ্ছেন অভিনেত্রী?
Need not say nething further pic.twitter.com/MhuL20wB67
Advertisement— Sreelekha Mitra (@SreelekhaSpeaks) November 23, 2020
ভোটের হাওয়ায় দলবদলের রাজনীতি নতুন নয়। এই স্রোতে গা ভাসান অনেকেই। তবে শ্রীলেখা মিত্রের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। তিনি বরাবর বামপন্থাকে সমর্থন করে এসেছেন। কিছুদিন আগেই বাম সমর্থিত এক মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। বরাহনগরে সিপিএমের (CPM) পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই তাঁর বামপন্থী হওয়ার কথা প্রকাশ্যে আসে। প্রথম থেকেই এই রাজনৈতিক মতাদর্শকে বেছেছেন তিনি। বাম নেতারাও জানেন সেকথা।
বরানগরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী জানান, এই প্রজন্মের ভাবার অভ্যাস নেই। তাঁদের সময় লোডশেডিং ছিল, ছাদে মাদুর পেতে পড়াশোনার চল ছিল। এখন আছে শুধু স্মার্টফোন। যা বর্তমান প্রজন্মের চিন্তা, ভাবনার শক্তিকে ভোঁতা করে দিচ্ছে। “আমরাই আসলে বেশি স্মার্ট ছিলাম”, বলেন অভিনেত্রী।
তাঁর রাজনৈতিক মতাদর্শের কথা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়ে যায়। তবে কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন অভিনেত্রী? আগামী বছর নির্বাচনে কি বিশেষ কোনও চমক অপেক্ষা করে আছে? না, সে বিষয়ে অবশ্য কিছুই বলেননি তিনি। কোনও ইঙ্গিতও দেননি। বরং অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলানোর প্রস্তুতিতে ব্যস্ত তিনি। ইন্দ্ররূপ ভট্টাচার্যর সঙ্গে মিলে সাইকোলজিক্যাল থ্রিলারের লিখছেন চিত্রনাট্য। অভিনয়ও করছেন তাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.